তিন দিনের ভিন্ন স্বাদের শিক্ষা মূলক কর্মসূচি


তিন দিনের ভিন্ন স্বাদের শিক্ষা মূলক কর্মসূচি 


প্রশান্ত সরকার, ঝড়খালী।গান, গল্প,কবিতা,নাচ,মজার ছড়া, সব কিছু পড়ার মাঝে। সমস্ত কিছুর মধ্যদিয়ে ভিন্ন স্বাদের এক কর্মশালা অনুষ্ঠিত হয় বাসন্তীর ঝড়খালী অঞ্চলের হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দিরের মাঠে। গত ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। এই শিক্ষা মূলক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এলাকার বিভিন্ন গ্রাম থেকে আশা প্রায় তিনশো জন ছাত্র ছাত্রী। স্কুলের পাঠ্যপুস্তকের থেকে ভিন্ন ধরনের এক পাঠ্যপুস্তক পড়ানো হয় এই কর্মশালায়। ছাত্র ছাত্রীরা যাতে নীতি কথা ও বাস্তব পরিস্থিতির সম্মুখীন হয়ে পথ চলতে পারে এই কথা মাথায় রেখে এবং ছাত্র ছাত্রীদের শিক্ষার বিকাশের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া বাসন্তী এ ডি পি এই কর্ম শালার আয়োজন করেন।এই কর্ম শালার শিক্ষক শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এবং আগামী দিনে যারা শিক্ষকতা করতে চান তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়।অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার ও প্রশংসা পত্র তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষে বাসন্তী এ ডি পি ম্যানেজার এইচ এস খংসাই  জানান " ছেলে মেয়েদের  এগিয়ে যেতে হবে প্রত্যেকে এক একটি নক্ষত্র হয়ে জলে উঠবে আমার বিশ্বাস।    আমরা সব সময় তাদের পাসে আছি"। ছাত্র ছাত্রীরা খুব খুশি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন