ক্যানিং বালিকা বিদ্যালয়ের মাঠে ইন্টার ন্যাশনাল কেওকু সিন ক্যারাটে

ক্যানিং বালিকা বিদ্যালয়ের মাঠে ইন্টার ন্যাশনাল কেওকু সিন ক্যারাটে




নিজস্ব প্রতিনিধি|ক্যানিং| জাপানের ইন্টার ন্যাশনাল  কেওকুসিন ক্যারাটে এখন সুন্দরবন জুড়ে।আর দিনের পর দিন এই ক্যারেটের জনপ্রিয়তা বাড়ছে ক্যানিং মহকুমা।তাই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং থানার দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ে মাঠে খুদে ক্যারেটে ম্যান মেতে উঠেছে প্রশিক্ষণ নিতে।আর শুধু ছেলেরা নয়,প্রত্যন্ত গ্রামের মেয়েরা আসছে এই ক্যারেটে প্রশিক্ষণ নিতে।ফলে সুন্দরবনে আট থেকে আশি বছরের মানুষের মুখে মুখে।আর এই প্রশিক্ষণ দিতে ব্যস্ত ক্যারেটে শিক্ষক রত্নদেব পাল।



তিনি কলকাতা থেকে ক্যানিং আসে এই ক্যারেটে প্রশিক্ষণ দিতে।প্রতি রবিবার বিকালে এসে তিনি প্রশিক্ষণ দেয়।ক্যারেটে শিক্ষক রত্নদেব পাল জাপান থেকে প্রশিক্ষণ নেয়।এছাড়া রাশিয়া থেকে আই কে কে এফ,নেপাল থেকে সেকেন্ড ডাঙ,ইন্ডিয়া থেকে সোদান ইন্ডিয়া প্রশিক্ষণ নেয়।তিনি ফোর্থ ডান ব্লাকবেল্ট প্রাপ্ত।১৯৮৩ সাল থেকে এখন পর্যন্ত দেশে এবং দেশের বাইরে বিভিন্ন দেশ তার জনপ্রিয়তা মানুষের মধ্যে।সারা রাজ্য জুড়ে তার ছাত্র ছাত্রী হাজার হাজার।এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে ছাত্র ছাত্রীদের কেওকুসিন ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে নিষ্ঠার সঙ্গে।ক্যারেটে শিক্ষক রত্নদেব পাল বলেন কেওকুসিন ক্যারাটে প্রশিক্ষণ নিতে তিনি বছরের কচিকাচারা নিতে আসছে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে।এছাড়া কিশোর কিশোরী,যুবক যুবতিরা প্রশিক্ষণ নিচ্ছে।এছাড়া বৃদ্ধ বৃদ্ধিকারা এই ক্যারেটে প্রশিক্ষণ নিচ্ছে।এই ক্যারেটের মাধ্যমে সে নিজেকে আত্মরক্ষা করতে পারবে।পাশাপাশি নিজেকে  সুস্থ শরীর করে তুলতে পারবে।এছাড়া এইটি একটি আর্ন্তজাতিক খেলা।তবে যে ভাবে এই ক্যারেটে প্রশিক্ষণ নিতে ছেলে মেয়েরা এগিয়ে আসছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে তাতে আগামী দিনে এখানকার ছেলে মেয়েরা এই খেলায় শুধু সুন্দরবন নয়,রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করবে এবং খেলাধূলা এক নতুন পথ দেখাবে সারা দেশ জুড়ে।



জেলা পরিষদের সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী বলেন ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের মাঠে ইন্টার ন্যাশনাল কেওকু সিন ক্যারাটে প্রশিক্ষণ হচ্ছে।ফলে এই খেলার প্রশিক্ষণ নিতে বহু ছেলে মেয়েরা আসছে।আগামী দিনে এখানকার ছেলে মেয়েরা এই খেলায় রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করবে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সুন্দরবন জুড়ে বিভিন্ন  উন্নয়নমূলক কাজ চলছে।সুন্দরবন কাপ চালু হয়েছে।সুন্দরবনের প্রতিভাবান খেলোয়াড়রা রাজ্য ও দেশের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার প্রয়াস।প্রত্যন্ত গ্রামের প্রতিবাদ ছেলে মেয়েরা  অকালে ঝড়ে যাচ্ছিল সুযোগ সুবিধা না পাওয়ার জন্য।ফলে  মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা জুড়ে খেলাধূলার উন্নয়নের ছোঁয়া লেগেছে নতুন নতুন প্রকল্পের মাধ্যমে।কন্যাশ্রী প্রকল্পে লক্ষ লক্ষ মেয়েরা উপকৃত হচ্ছে উচ্চ শিক্ষায়।এমনকি মেয়েদের আত্মরক্ষায় এই প্রকল্পে ক্যারেটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন শুধু  ক্যারেটে নয় বিভিন্ন খেলাধুলা প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েরা এগিয়ে আসছে উৎসাহের সঙ্গে।রাজ্য সরকার খেলাধূলার মান উন্নয়নে সব রকম ভাবে ব্যবস্থা গ্রহণ করছে।আগামী দিনে সুন্দরবনের ছেলে মেয়েরা শুধু রাজ্য নয় দেশের এক নতুন পথ দেখাবে খেলাধূলায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন