শিশু শ্রম বন্ধের বার্তা সুন্দরবন থেকে।

শিশু শ্রম  বন্ধের বার্তা সুন্দরবন থেকে।



দেখুন ভিডিও Clik here...

নিজস্ব প্রতিনিধি ,বাসন্তী, ১২ জুন- সারা দেশের সাথে তাল মিলিয়ে এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে পালিত হলো বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। সেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়ার উদ্যোগে উদ্যোগে বাসন্তী ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার শিশুশ্রম বিরোধী র‍্যালি, ট্যাবলো প্রদর্শন ও বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠাণের আয়োজন করা হয় এদিন। 

প্রতিদিন সারা দেশে হাজার হাজার শিশুর দিন কাটে কলে কারখানাতে কাজ করে। অনেক শিশুর দিন কাটে ট্রেনে ভিক্ষা করে। কোনো শিশুর আবার জীবন টা চলে যায় কারোর যৌন লালসাতে। সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে এদিন পথে নামেন বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আশা প্রায় দুশো জন ছাত্র ছাত্রীরা।


 বাসন্তী ভিডিও অফিস থেকে মশাল জালিয়ে ট্যাবলো যাত্রা শুরু হয়।  ছাত্র ছাত্রীরা দুটি পৃথক দলে ভাগ হয়ে যায় একটি দল ক্যানিংয়ে দিকে ও আর একটি দল গদখালী হয়ে ঝড়খালীতে চলে যায়।  যাওয়ার পথে বিভিন্ন যায়গায় ক্যাম্পিং করে পথচলা মানুষদের সচেতন করেন শিশু শ্রম বন্ধ করার বিষয়ে। এই র‍্যালিতে বাসন্তীর জয়েন্ট বিডিও তাপস কুমার বিশ্বাস , বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা মণ্ডল সহ বাসন্তী থানার পুলিশ কর্মী, ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়ার প্রতিনিধিরা ও বাসন্তী ব্লকের বিভিন্ন স্কুলের শ’দুয়েক শিশু অংশগ্রহণ করেছিল।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন