কাকদ্বীপে ছোট হাতি-লরি সংঘর্ষ মৃত্যু ১,জখম ৪জন
কাকদ্বীপ|শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ছোট হাতির সঙ্গে ফলের লরির সংঘর্ষ হলে মৃত্যু হয় এক মহিলার এবং জখম হয় ৪ জন যাত্রীর।মৃত মহিলার নাম সবিতা দাস (৪৫)। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার কালী মন্দির এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে হারউড পয়েন্ট কোস্টাল থানার ৮ নম্বর নতুন রাস্তার মোড় এলাকার বাসিন্দা সবিতা দাস সহ আরও ১৫ জন মৎস্য ব্যবসায়ী একটি ছোট হাতি গাড়িতে করে মাছ কিনতে নিশ্চিন্তপুরের দিক থেকে কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেটের দিকে যাচ্ছিল। সেই সময় ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর একটি ফলের লরি গাড়ি ঘোরা ছিলেন চালক।হঠাৎই ছোট হাতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ফলের লরিতে ধাক্কা মারে।
স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখমদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সবিতা দাসকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ৪ জন জখম মৎস্য ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়।কি ভাবে ঘটনাটি ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানান একটি ছোট হাতি ও ফলের লরির নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হলে এক মহিলার মৃত্যু হয় এবং বেশ কয়েক জন মৎস্য ব্যবসায়ী জখম হয়।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন। দেহটি উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।