বাঘের আক্রমনে জখম এক মৎস্যজীবী

বাঘের আক্রমনে জখম এক মৎস্যজীবী 
  জখম মৎস্যজীবী ভবতোষ বারুই।


গোসাবা|শনিবার সকালে নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করলে জখম হয় এক মৎস্যজীবী।জখম মৎস্যজীবীর নাম ভবতোষ বারুই।ঘটনাটি ঘটে সুন্দরবনের বসিরহাট রেঞ্জর ঝাড়ার জঙ্গল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোসাবা ব্লকের ছোট মোল্লাখালি ৪ নম্বর রাজবংশী পাড়া গ্রামের বাসিন্দা মৎস্যজীবি ভবতোষ বারুই সহ আরও ৪ জন মৎস্যজীবী একটি নৌকা করে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার জন্য রওনা দেয় গত ২৯ জুন।পরের দিন সকালে কালিন্দী নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই ঝাড়ার জঙ্গল একটি বাঘ বেরিয়ে এসে নৌকার গায়ে ঝাঁপিয়ে পড়ে বাঘটি মৎস্যজীবী ভবতোষ বারুই শিকার ধরার জন্য।বাঘটি ঝাঁপিয়ে পড়ে থাবা বসায় মৎস্যজীবী ভবতোষ বারুইয়ের মাথায় হাতে পীঠে এবং শরীরের বিভিন্ন অংশে।সেই সময়ে মৎস্যজীবী সাহসের সঙ্গে নৌকার বৌঠা নিয়ে বাঘের সঙ্গে লড়াই শুরু করে বাঁচার তাগিদে।আর এই লড়াই চলে প্রায় ২০ থেকে ৩০ মিনিট ধরে।আর লড়াই দেখে প্রথমে বাকী মৎস্যজীবীরা হতবাক হয়ে গেলে পরে হুস এলে তারাও লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে।অবশেষে বাঘ না পেরে গভীর জঙ্গলে ঢুকে যায়।বাঘের আক্রমনে জখম রক্তাক্ত মৎস্যজীবী ভবতোষ বারুই কে নৌকায় করে দুপুরে নিয়ে এসে ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্ত্তি করে।সেখানে তার চিকিৎসা চলছে।এদিকে জখম মৎস্যজীবীর পরিবারের সদস্যরা খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ জানান বাঘের আক্রমনে এক মৎস্যজীবী জখম হয়ে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এমন ধরনের খবর পাওয়া গেছে।তবে কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর নিলাঞ্জন মল্লিক বলেন বসিরহাট রেঞ্জে মাঠ কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমনে এক মৎস্যজীবী জখম হয়েছে এমন ধরনের খবর পাওয়া গেছে।জখম মৎস্যজীবী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।তবে মৎস্যজীবীদের কাছে বৈধ কাগজপত্র ছিল কিনা এবং কি ভাবে এ ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন