মন্দিরবাজারে ফাঁকা মাঠ থেকে উদ্ধার মহিলার দেহ

মন্দিরবাজারে ফাঁকা মাঠ থেকে উদ্ধার মহিলার দেহ



 মন্দিরবাজার|সোমবার ফাঁকা মাঠ থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।মৃত মহিলার নাম আসমুদা খাতুন (২০)।ঘটনাটি ঘটে  দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার টেকপাঁজা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে উস্তির  উত্তর কুসুম গ্রামের বাসিন্দা আসমুদা খাতুন ২৪ জুন রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।আসমুদা বাবা আকবর সিপাই ও তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে।কিন্তু তারা আসমুদাকে খুঁজে পাইনি।পরের দিন সকালে গলার নলি কাটা অবস্থায় ফাঁকা মাঠে মহিলার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন।তারা সঙ্গে সঙ্গে মন্দিরবাজার থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ  মৃতদেহটি উদ্ধার করে।পরে মৃত আসমুদার পরিবারের লোকজন থানায় গিয়ে মৃতদেহটি সনাক্তকরণ করলে পুলিশ দেহটি ময়না তদন্তে জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মহিলা কে খুন করা হয়েছে।মহিলার গলার নলি কাটা ছিল।এমনকি শরীরের বিভিন্ন অংশে আঘাতে চিহ্ন পাওয়া যায়।তবে কিভাবে মৃত্যু হয়েছে, তার সঠিক কোনো কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এ বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা মন্দিরবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করে।পুলিশ এ বিষয়ে খুনের মামলা রুজু করেছে।তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন