মোমো আতঙ্ক ক্যানিং ও ডায়মন্ডহারবার মহকুমা
ডায়মন্ডহারবার রত্নেশ্বরপুর গ্রামে মোমো আতঙ্ক শুভ্রদীপ ঠিকাদার।
নিজস্ব প্রতিনিধি|ডায়মন্ডহারবার|মঙ্গলবার রাতে রাজ্যে বিভিন্ন জেলার পর এবার মমো আতঙ্ক ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও ডায়মন্ডহারবার মহকুমা।ক্যানিং থানার ঘোষপাড়া গ্রামের বাসিন্দা ঐশ্বর্য সাহা মোবাইলে রাতে মোমো ম্যাসেজ ঢোকে।সে দেখতে পেয়ে ডিলিট করে দেয়।কিছুক্ষণ পর আবার তার মোবাইলে মোমো ম্যাসেজ দেয়।সে তখন মোবাইল টা নিয়ে তার বাবা তপন সাহা কে দেখায়।তপন সাহা বিষয়টি সঙ্গে সঙ্গে ক্যানিং থানায় জানায়।তপন সাহা বর্তমানে জেলা পরিষদের আসনে তৃণমূলের জয়ী প্রার্থী তথা মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান।নব নির্বাচিত জেলা পরিষদের তৃণমূলের জয়ী প্রার্থী তপন সাহা বলেন আমার মেয়ে ঐশ্বর্য সাহা মোবাইলে ২ বার মোমো ম্যাসেজ ঢোকে।ফলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে।বিষয়টি ক্যানিং থানায় জানানো হয়।ম্যাসেজ টি ডিলিট করে দেওয়া হয়েছে।একই রকম ভাবে মোমো ম্যাসেজ ঢোকে ডায়মন্ডহারবার মহকুমা মগরাহাট থানার আমড়াতলা গ্রামের বাসিন্দা প্রবীর মন্ডলের মোবাইলে।মঙ্গলবার রাতে তার মোবাইলে মোমো ম্যাসেজ ঢোকে।ম্যাসেজে মোমো নাম ও নম্বর দিয়ে ম্যাসেজে জানানো হয় ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য।নাহলে সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া হবে।ফলে মোমো ম্যাসেজে আতঙ্কিত হয়ে পড়ে প্রবীর মন্ডল এবং তার মা দীপ্তি মন্ডল।একই অবস্থা ডায়মন্ডহারবার থানার রত্নেশ্বরপুর গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্র শুভ্রদীপ ঠিকাদার ।তার মোবাইলে মোমোর লিংক আসে।তাতে বলা হয় গেমটি না খেললে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি আসে এবং মোবাইলের কিছু তথ্য হ্যাক করে নেয়ার অভিযোগ।এ বিষয়ে ডায়মন্ডহারবার থানায় অভিযোগ দায়ের করে তারা এবং আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা।পুলিশ জানান বেশ কিছু মোবাইলে মোমো ম্যাসেজ বিষয়ে অভিযোগ হয়েছে।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।