ডায়মন্ডহারবার হাসপাতালে শট সার্কিট থেকে আগুন, সাথে নিয়ন্ত্রণে

ডায়মন্ডহারবার হাসপাতালে শট সার্কিট থেকে আগুন,  সাথে নিয়ন্ত্রণে

ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে খতিয়ে দেখছে স্থানীয় বিধায়ক দীপক হালদার।

নিজস্ব প্রতিনিধি|ডায়মন্ডহারবার|সোমবার সকাল ৮টা নাগাদ হঠাৎই হাসপাতালের পাঁচতলার বারান্দায় শট সার্কিট থেকে আগুন লেগে গেলে আতঙ্কিত হয়ে পড়ে রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা।তবে তৎপরতার সাথে সব কিছু নিয়ন্ত্রণে আনে বিভাগীয় দফতরের আধিকারিক ও কর্মীরা।ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনা ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঁচতলার বারান্দায় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ৫ তলার বারান্দায় হঠাৎই শট সার্কিট হয়ে ধোঁয়া বের হতে থাকে।

http://app.appsgeyser.com/7593390/SUNDARBAN%20TV


ধোঁয়া দেখতে পান হাসপাতালেরই কর্মীরা।তারা সঙ্গে বিভাগীয় দফতরে খবর দেয়।খবর ঘটনাস্থলে আসে দমকলের ১ টি ইঞ্জিন।কিছুক্ষণের মধ্যেই সব কিছু নিয়ন্ত্রণে আনে।তবে ধোঁয়াতে আতঙ্কিত হয়ে পড়ে রোগীরা।হাসপাতাল কর্তৃপক্ষ তৎপরতার সাথে বেশ কিছু রোগীকে অন্যথ সরিয়ে নিয়ে যায়।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডায়মন্ডহারবার কেন্দ্রের বিধায়ক দীপক হালদার, পুলিশ বাহিনী। হাসপাতালের পাঁচতলার বারান্দায় একটি মিটার বক্স রয়েছে।আর সেই মিটার বক্সেই শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছিল বলে দমকলের প্রাথমিক তদন্তে উঠে আসে।ডায়মন্ডহারবার জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায় বলেন আমি ছুটিতে আছি।তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে শট সার্কিট থেকে ধোঁয়া বের হয় হাসপাতালে ৫ তলা বারান্দায়।দমকলের ১ টি ইঞ্জিন এসে সব কিছু নিয়ন্ত্রণে আনে।কোন রোগীর কোন ক্ষয়ক্ষতি হয়নি।রোগীদের সুরক্ষা কথা মাথায় রেখে কিছু রোগীকে কে ওখান থেকে অন্যথ স্থানে নিয়ে যাওয়া হয়।আবার তাদেরকে সেখানে রাখা হয়েছে।তবে কি ভাবে এমন ঘটনা ঘটল সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।দমকল ও পুলিশ জানান ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঁচতলার বারান্দায় ধোঁয়া বের হতে থাকে।দমকলের একটি ইঞ্জিন এসে সবকিছু নিয়ন্ত্রণে আনে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শট সার্কিট থেকে এমন ধরনের ঘটনা ঘটে।তবে এ বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন