সুন্দরবনের শিশু ও নারী সুরক্ষার বিশেষ পদক্ষেপ ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়ার।
বাসন্তীঃ ৭ আগস্ট - দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের শিশু ও নারী শক্তিকে শক্তিশালী করে তুলতে দীর্ঘদিন ধরে নানান পদক্ষেপ নিয়েছে ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া। বাসন্তী থানার আমঝাড়া ও রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েতের ১২০ জন মেয়েদের নিয়ে কুলতলিতে অনুষ্ঠিত হয় "নারী শক্তি দেশের উন্নতি " নামে এক অনুষ্ঠান।আগামী দিনে শিশু ও নারী পাচার বন্ধ করতে এবং মেয়েদের সন্মানহানি যাতে আর না হয় সেই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আমঝাড়া ও রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েতের মেয়েদের নিয়ে চল্লিশটি ' গার্লস পাওয়ার গ্রুপ ' তৈরি করা হয়েছে।এই গ্রুপের কাজ হল কোন শিশু স্কুলে যাচ্ছেনা, কোন শিশু লাঞ্চিত হচ্ছে, কোন শিশু শ্রমের সাথে যুক্ত হয়ে যাচ্ছে কিনা তাকে চিহ্নিত করা ও তার যাবতীয় তথ্য সংগ্রহ করে চাইল্ড লাইনকে জানানো। এছাড়া ও মেয়েরদের রাস্তা ঘাটে যদি কেউ কুরুচিকর কথা বলে সন্মান হানি ও নারী অধিকার থেকে বঞ্চিত হয় তার প্রতিকার কিভাবে করবেন সেই বিষয়ে সহযোগীতা করার কাজ এই গ্রুপের মেয়েদের। কিভাবে সমস্যার প্রতিকার করবেন সেই বিষয়ে মেয়েদের দেওয়া হয়েছে বিষেশ প্রশিক্ষণ।প্রশাসনিনের অফিসার দের পরিচয় করানো ও তাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার। মেয়েদেরকে খেলার প্রতি আগ্রহ বাড়াতে এদিন দেওয়া হয় ফুটবল, ভলি বল, লাফ দড়ি, র্যাকেট ও নেট, চাইনিজ চেকার, লুডু।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তীর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা মণ্ডল, বাসন্তী থানার এ.এস.আই সুব্রত বাবু, জেলার চাইল্ড লাইনের সমন্বয়কারী রিজুয়ানা খাতুন, বাসন্তী এডিপি ম্যানেজার কংশাই, সন্দীপ ভৌমিক ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া। মেদেরে উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে এদিনের অনুষ্ঠানে প্রশাসনিকের থেকে ও সরকারের থেকে যাতে সমস্ত রকমের সহযোগীতা পায় তার আশ্বাস দিয়েছেন সভাপতি প্রতিমা মণ্ডল। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেক সন্দীপ ভৌমিক জানান 'আগামী দিনে শিশু ও মেয়েদের পাচার বন্ধ করতে আমরা সব সময় তাদের পাশে আছি এবং সুন্দরবনের প্রত্যেকটা শিশু আগামী দিনে তাদের স্বপ্নকে বাস্তব করতে আমাদের সহযোগীতা সব সময় থাকবে।
বাসন্তীঃ ৭ আগস্ট - দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের শিশু ও নারী শক্তিকে শক্তিশালী করে তুলতে দীর্ঘদিন ধরে নানান পদক্ষেপ নিয়েছে ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া। বাসন্তী থানার আমঝাড়া ও রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েতের ১২০ জন মেয়েদের নিয়ে কুলতলিতে অনুষ্ঠিত হয় "নারী শক্তি দেশের উন্নতি " নামে এক অনুষ্ঠান।আগামী দিনে শিশু ও নারী পাচার বন্ধ করতে এবং মেয়েদের সন্মানহানি যাতে আর না হয় সেই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আমঝাড়া ও রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েতের মেয়েদের নিয়ে চল্লিশটি ' গার্লস পাওয়ার গ্রুপ ' তৈরি করা হয়েছে।এই গ্রুপের কাজ হল কোন শিশু স্কুলে যাচ্ছেনা, কোন শিশু লাঞ্চিত হচ্ছে, কোন শিশু শ্রমের সাথে যুক্ত হয়ে যাচ্ছে কিনা তাকে চিহ্নিত করা ও তার যাবতীয় তথ্য সংগ্রহ করে চাইল্ড লাইনকে জানানো। এছাড়া ও মেয়েরদের রাস্তা ঘাটে যদি কেউ কুরুচিকর কথা বলে সন্মান হানি ও নারী অধিকার থেকে বঞ্চিত হয় তার প্রতিকার কিভাবে করবেন সেই বিষয়ে সহযোগীতা করার কাজ এই গ্রুপের মেয়েদের। কিভাবে সমস্যার প্রতিকার করবেন সেই বিষয়ে মেয়েদের দেওয়া হয়েছে বিষেশ প্রশিক্ষণ।প্রশাসনিনের অফিসার দের পরিচয় করানো ও তাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার। মেয়েদেরকে খেলার প্রতি আগ্রহ বাড়াতে এদিন দেওয়া হয় ফুটবল, ভলি বল, লাফ দড়ি, র্যাকেট ও নেট, চাইনিজ চেকার, লুডু।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তীর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা মণ্ডল, বাসন্তী থানার এ.এস.আই সুব্রত বাবু, জেলার চাইল্ড লাইনের সমন্বয়কারী রিজুয়ানা খাতুন, বাসন্তী এডিপি ম্যানেজার কংশাই, সন্দীপ ভৌমিক ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া। মেদেরে উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে এদিনের অনুষ্ঠানে প্রশাসনিকের থেকে ও সরকারের থেকে যাতে সমস্ত রকমের সহযোগীতা পায় তার আশ্বাস দিয়েছেন সভাপতি প্রতিমা মণ্ডল। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেক সন্দীপ ভৌমিক জানান 'আগামী দিনে শিশু ও মেয়েদের পাচার বন্ধ করতে আমরা সব সময় তাদের পাশে আছি এবং সুন্দরবনের প্রত্যেকটা শিশু আগামী দিনে তাদের স্বপ্নকে বাস্তব করতে আমাদের সহযোগীতা সব সময় থাকবে।