মাতলা ব্রীজে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ জন
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|বৃহস্পতিরবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং এস ডি পি ও দেবীদয়াল কুন্ডু, ওসি আর্শীষ দাসের নেতৃত্বে একটি মারুতি ভ্যান থেকে আগ্নেয়াস্ত্র অস্ত্র সহ গ্রেফতার করে ৩ জন দুষ্কৃতীকে।ধৃতদের নাম আনোয়ার মেহবুব মন্ডল,রুবেল মন্ডল,ঝন্টু পাল।
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|বৃহস্পতিরবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং এস ডি পি ও দেবীদয়াল কুন্ডু, ওসি আর্শীষ দাসের নেতৃত্বে একটি মারুতি ভ্যান থেকে আগ্নেয়াস্ত্র অস্ত্র সহ গ্রেফতার করে ৩ জন দুষ্কৃতীকে।ধৃতদের নাম আনোয়ার মেহবুব মন্ডল,রুবেল মন্ডল,ঝন্টু পাল।
দেখুন ভিডিও
- ধৃতদের বাড়ি মুশিদাবাদ জেলার জলঙ্গি থানার ফারাজিপাড়া গ্রামে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪পরগনার ক্যানিং থানার মাতলা ব্রীজ এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রেজানা গিয়েছে মুশিদাবাদ থেকে ৩ জন দুষ্কৃতী একটি মারুতি ভ্যানে করে আগ্নেয়াস্ত্র অস্ত্র নিয়ে গোপনে বাসন্তী ও গোসাবা দিকে যাচ্ছিল।বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং এস ডি পি ও, ক্যানিং থানার ওসি আর্শীষ দাসের নেতৃত্বে পুলিশ টিম অভিযান চালিয়ে মাতলা ব্রীজ এলাকায় গভীর রাতে একটি মারুতি ভ্যানকে আটকায়।আর মারুতি ভ্যানে চিরুনী তল্লাশি চালিয়ে উদ্ধার করে আগ্নেয়াস্ত্র।গ্রেফতার করে ৩ জনকে।ধৃতদের কাছ থেকে ১২ টি ওয়ান সার্টার বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করে,৪ টি মোবাইল এবং মারুতি গাড়িটি কে আটক করে।তবে কি উদ্দেশ্য দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।দলে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।শুক্রবার ধৃত ৩ জনকে পুলিশ আলিপুর কোর্টে তুললে বিচারক ধৃত ৩ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।পুলিশ জানান পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ৩ জনকে।ধৃতদের কাছ থেকে ১২ টি ওয়ান সার্টার বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ,৪ টি মোবাইল উদ্ধার হয়েছে।এছাড়া মারুতি ভ্যান টিকে আটক করা হয়েছে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করা চলছে।কি উদ্দেশ্য যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।ধৃতদের কোর্টে তোলা হয়েছে।