জীবনতলা স্কুলছুট মেয়েদের ফুটবল টুর্নামেন্ট

জীবনতলা স্কুলছুট মেয়েদের ফুটবল টুর্নামেন্ট


নিজস্ব প্রতিনিধি|জীবনতলা|বুধবার দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাগমারি গ্রামে এলাকার স্কুলছুট মেয়েদের নিয়ে এক দিনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাগমারি মাদার এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিশন।সংস্থাটির উদ্যোগে গ্রামে স্কুলছুট ছেলেমেদের নিয়ে স্কুল চলায়।এই সব পড়ুয়াদের পরিবারকে স্বনির্ভর করতে নানান পরিকল্পণা নিয়েছে সংস্থা।সেই পরিবারের ২৫ টি গ্রামের ৯৬ টি বালিকাদের নিয়ে দল গঠন করে তাম্বুলদহ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে খেলার ব্যবস্থা করে।

ফলে মেয়েদের ফুটবল খেলা হবে আগে থেকেই গ্রামে খবর মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। এদিন সেই সেই খেলা দেখতে বাগিমারি, বকুলতলা, পাতিখালি-সহ আশপাশের গ্রামের মানুষের ভীড় উপছে পড়েছিল।ফাইনালে বালিকা দলের মধ্যে বিজয়ী হয়েছে 'বেগম রোকেয়া' দল। রানার্স হয়েছে 'মাতংগিনী হাজরা' দল। বালক বিভাগে বিজয়ী হয়েছে 'আবুলকালাম আজাদ' দল এবং রানার্স 'মাস্টারদা সূর্যসেন' দল। সেরা খেলোয়ার হিসাবে রোজিনা লস্কর, কাশ্মিরা লস্কর, সেলিম শেখ, মাসুদ শখ এবং মেহবুব হালদারকে পুরষ্কৃত করা হয়েছে। খেলা উদ্যোক্তা কমিটির সম্পাদক সামসুল আলম খাঁন বলেন, 'গ্রামে প্রচুর সম্ভাবনাময় বালিকা এবং মহিলা খেলোয়াড় রয়েছে। সুযোগ না মেলায় তাদের প্রতিভার বিকাশ ঘটছে না। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।

স্থানীয় বিধায়ক সওকত মোল্লা বলেন যুবকদের মধ্যে ফুটবল খেলার বিষয়ে উৎসাহী করতে আমরা কয়েকবছর ধরে জীবনতলা থাকা এলাকায় 'বিধায়ক কাপ ফুটবল টুর্নামেন্ট' চালু করেছি। ছেলেদের মধ্যে উৎসাহ বেড়েছে।তবে এমন ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানাই।এই সমস্ত খেলাধূলার মাধ্যমে আগামী দিনে এখানকার প্রতিভাবান খেলোয়াড়রা জেলা থেকে শুরু করে রাজ্য ও জাতীয় স্তরে যাওয়ার একটা পথ পাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন