ক্যানিং এ বয়স্ক পাত্রের সঙ্গে নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ ও চাইল্ড লাইন

ক্যানিং এ বয়স্ক পাত্রের সঙ্গে নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ ও চাইল্ড লাইন 


নিজস্ব প্রতিনিধি|ক্যানিং।শনিবার রাত ১২ টা হঠাৎই চাইল্ড লাইনে ফোন।অভিযোগ ৫০ বছর বয়সের পাত্রের সঙ্গে বিয়ে হচ্ছে ১৫ বছর বয়সের মেয়ের সঙ্গে।আর এই অভিযোগ পেয়ে ক্যানিং চাইল্ড লাইনের সদস্য বান্টি মুখার্জি সঙ্গে সঙ্গে ক্যানিং থানায় যোগাযোগ করে।তৎপরতার সাথে পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা অভিযান চালিয়ে মুচলেখা নিয়ে বিয়েটি বন্ধ করে।ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর অঞ্চলের গলাডহরা গ্রামে।

স্থানীয় ও চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েছে গলাডহরা গ্রামের বাসিন্দা নাবালিকা বেশ কিছু দিন আগে পড়াশুনা ছেড়ে দেয় অষ্টম শ্রেণিতে পঠন পাঠন করতে করতে।নাবালিকার বাবা গাড়ি চালক।কোনমতে তাদের সংসার চলে।তারা দুই বোন এক ভাই।নাবালিকা সে বড়।তার পরিবারের সদস্যরা সোনারপুরের বারুলি এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সে এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে নাবালিকা।বয়স্ক পাত্র টোটো চালক।বিয়ের লগ্ন ছিল ১৫ ডিসেম্বর রাতে।তাই যথা সময়ে বর যাত্রীরা বর কে নিয়ে হাজির নাবালিকার বাড়িতে নাবালিকা বিয়ে করার জন্য।বাড়িতে তখন একের পর এক বিয়েতে আসা নিমন্ত্রিতদের খাওয়া দাওয়া চলছে।বর ও তৈরি বিয়ের ছাদনা তলায় যাওয়া জন্য।সবে বর বিয়ের পিড়িতে বসতে গেছে সেই সময় যৌথ অভিযান পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যদের।খবর পেয়ে পুরোহিত চম্পট দেয়।বর পক্ষ ও নাবালিকা পরিবারের সদস্যদের পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা বুঝিয়ে সুজিয়ে উভয় পক্ষের মুচলেখা নিয়ে নাবালিকা বিয়ে বন্ধ করে দেয়।বর পক্ষ ও নাবালিকা পরিবারের সদস্যরা বলেন বাল্য বিবাহ আইনত অপরাধ জানা ছিল না।এবার জানতে পারলাম ছেলের ২১ বছর এবং মেয়ের ১৮ বছর পূর্ন হলে তবে বিয়ে দেওয়া যাবে।আসলে আমারা লেখাপড়া জানিনা।তাই এ বিষয়ে জানা ছিল না।পুলিশ ও চাইল্ড লাইন জানান গ্রামবাসীরা ফোন করে রাতে।তারা জানাই নাবালিকা বিয়ে হচ্ছে একজন বয়স্ক ছেলের সঙ্গে।অভিযান চালিয়ে মুচলেখা নিয়ে এই বিয়ে বন্ধ করে দেওয়া হয়।তবে এ বিষয়ে সাধারণ মানুষজনকে সচেতন করে তোলা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন