রায়দিঘী রেঞ্জের কলমির নদীর চড়ে পযটকদের ক্যামেরায় বন্দি হল রয়েল বেঙ্গল টাইগার

রায়দিঘী রেঞ্জের কলমির নদীর চড়ে পযটকদের ক্যামেরায় বন্দি হল রয়েল বেঙ্গল টাইগার 




বিশ্বজিৎ পাল|ক্যানিং|শীতের প্রথম মরসুমে সবে জাকিয়ে ঠান্ডা পড়তে শুরু করছে সুন্দরবন জুড়ে।আর এই শীতের মরসুমে কখনও ঝড়খালির হেড়োভাঙ্গা জঙ্গলে, কখন বনি ক্যাম্প,দো-বাঁকী,কলস,চুলকাঠী,সজনেখালি,সুধন্যখালি সহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় জল জঙ্গলে পযটকদের ক্যামেরায় ধরা পড়েছে রয়েল বেঙ্গল টাইগার।ফলে খুশি সুন্দরবন ভ্রমনকারীরা।আর সোদা মাটির নোনা জলে এবারে শীতের প্রথম মরসুমে মেতে উঠেছে সুন্দরবনের পযটকরা।এবারে কিছু দিন আগে দর্শন পেয়েছে জোড়া বাঘ পযটকরা। গত ১৯ ডিসেম্বর একদল পযটক লঞ্চে করে ঘুরতে যায় সুন্দরবন।আর এই সুন্দরবন ভ্রমনে পযটকদের লঞ্চ যখন দুপুরে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী রেঞ্জের কলমির নদী পাড়ি দিচ্ছে তখন পযটকরা দেখতে পায় জঙ্গল লাগয়া এই নদীর চড়ে রৌদ্র পোহাচ্ছে রয়েল বেঙ্গল টাইগার।আর এই দৃশ্য দেখে পযটকদের ক্যামেরায় বন্দি হয় রয়েল বেঙ্গল টাইগার।আনন্দে মেতে ওঠেন পযটকরা।ফলে পযটকদের মধ্যে গুনজন শুরু হয়েছে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন