ক্যানিং হাটপুকুরিয়া অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

ক্যানিং হাটপুকুরিয়া অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী 


নিজস্ব প্রতিনিধি।ক্যানিং|বৃহস্পতিরবার দুপুরে দক্ষিণ ২৪পরগনার ক্যানিং-১ ব্লকের হাটপুকুরিয়া অঞ্চলে আদমী প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী।এদিন উপস্থিত ছিলেন রাজ্যেরএডিএম আইজি প্রজেক্ট ডিরেক্টর প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র,স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল,ক্যানিং-১বিডিও নীলাদ্রি শেখর দে,প্রধান ও উপপ্রধান প্রতিমা সরদার, সিরাজ ঘরামী প্রমূখ।

হাটপুকুরিয়ার তেঁতুলবেড়িয়া পশ্চিম, ভলেয়া সহ বিভিন্ন এলাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ গুলি পরিদর্শন করে রাজ্য পঞ্চায়েত মন্ত্রী।জেলার জয়নগর,ক্যানিং-১ও২,গোসাবা, কুলতলি, বাসন্তী প্রমূখ ব্লক গুলিতে ১৪০ কিমি খাল সংস্কার হয়েছে আদমী প্রকল্পে।ফলে ক্ষুদ্র সেচের মাধ্যমে উককৃত হচ্ছে কৃষকরা।পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী দিয়ে খালের দুধারে ফল গাছ বসিয়ে এবং খালের জলে মাছ চাষ করিয়ে আরও বেশী করে স্বনির্ভর করে তোলা হচ্ছে।

হাটপুকুরিয়া অঞ্চলে সাড়ে ১৯ কিমি খাল সংস্কার হয়েছে। এদিন তেঁতুলবেড়িয়া পশ্চিম ২.৪ কিমি এবং ভলেয়া দেড় কিমি আর্থিক সহায়তায় বিশ্ব ব্যাঙ্ক  আদমী প্রকল্পের         অনুমোদনক্রমে ও তত্ত্বাবধানে রুপায়িত মিশ্র ফলের বাগিচা প্রকল্প কাজ পরিদর্শন করেন মন্ত্রী সুব্রত মুখার্জী।তবে এই অঞ্চলে কৃষির পাশাপাশি মৎস্য চাষ করছে মৎস্যজীবীরা।এদিন সাংবাদিকদের প্রশ্নে রাজ্য মন্ত্রি সুব্রত মুখার্জী বলেন সোদা মাটির নোনা জলে চাষবাস আরো বেশী করে উন্নয়নের জন্য যে সব জিনিস লাগে সেগুলি সরকার থেকে সহযোগিতা করা।মিঠে জলের সমস্যা যত বেশি করতে পারবো তত এখানকার অর্থনীতি চাঙ্গা হবে।এখানে খুব ভালো কাজ হচ্ছে।সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে।তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণা রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে তা বাংলার মানুষ চোখে দেখতে পারছে।আমরা বিভিন্ন এলাকা খোঁজ করছি খাস জমি পেলে দ্রত ব্যবস্থা করতে পারবো এই সমস্ত প্রকল্পে আরও বেশী করে উন্নয়নমূলক কাজ করতে।এদিন এলাকার মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।মন্রী এলাকার মানুষজনের  কথাবার্তা শোনে মন দিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন