ক্যানিংয়ে বামেদের ডাকা বনধে কোন সাড়া নেই,লক্ষাধিক মানুষের ভিড়ে জমে উঠল সুন্দরবন মেলা

ক্যানিংয়ে বামেদের ডাকা বনধে কোন সাড়া নেই,লক্ষাধিক মানুষের ভিড়ে জমে উঠল সুন্দরবন মেলা

মঙ্গলবার বামেদের ডাকা বনধে কোন সাড়া নেই।বনধকে উপেক্ষা করে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং বৃক্ষ বন্দনা রোডের পাশে মাতলা নদীর চড়ে লক্ষাধিক মানুষের ভিড়ে জমে উঠল সুন্দরবন মেলা।


কাকলী পাল|ক্যানিং|মঙ্গলবার দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থানার বৃক্ষ বন্দনা রোডের পাশে মাতলা নদীর চড়ে লক্ষাধিক মানুষের ভিড়ে জমে উঠল ৪২তম বর্ষ সুন্দরবন মেলা বামেদের ডাকা ৪৮ ঘন্টা বনধকে উপেক্ষা করে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বনধ বিরোধী ডাকে সাড়া দিয়ে কর্মনাশা বনধকে সমর্থন করেনি ক্যানিং মহকুমাবাসী।প্রতিদিনের মতন ছিল যানবাহন চলাচল,জলপথে ছিল ফেরী চলাচলা।স্কুল কলেজ অফিস কাছারি ছিল খোলা এবং উপস্থিত হার ছিল প্রতিদিনের মতন।এদিকে সুন্দরবন মেলায় বনধকে উপেক্ষা করে মানুষের ঢল নেমেছে চোখে পড়ার মতন।মেলায় মেতে উঠেছে কচিকাঁচা থেকে শুরু করে সাধারণ মানুষজন।সৃষ্টি হয়েছে সর্ব ধর্মের মিলনতীর্থ।মেলার উদ্যোক্তা ক্যানিং বন্ধুমহল।এবার মেলায় সরকারি ও বেসরকারি ৪০০ টি স্টল বসেছে।মেলা চলবে ৩ থেকে ১২ জানুয়ারি।মেলায় বসেছে কয়েক হাজার খাবারের দোকান,ইলেকট্রিক ও কাঠের দোলা,হরেক রকম দোকান।

সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলা শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল।সাংস্কৃতিক মঞ্চে নৃত্যাঙ্গন কলা মন্দিরের শিশু নৃত্য শিল্পীরা তান্ডব নৃত্য পরিবেশন করে দর্শকের মন জয় করে নেয়।লোক সংগীত,নাটক,কথক নৃত্য, শ্রুতিনাটক,রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল সত্তা প্রমূখ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।সুন্দরবন মেলা কমিটির সম্পাদক ও সভাপতি রোহিতাশ্ব মন্ডল ও অজয় মজুমদার বলেন মেলায় বনধের কোন প্রভাব পড়েনি।বরং বনধের দিনে মানুষের ভিড়ে জমেছে অন্যদিনের চেয়ে বেশী।এ বছর মেলায় সরকারি বেসরকারি ৪০০ টি স্টল বসেছে মেলায়।৪২ তম বর্ষে পদার্পণ করল সুন্দরমেলা।জেলার গঙ্গাসাগর মেলার পর এত বড় মেলা এই সুন্দরবন মেলা।মেলার কদিন কয়েক লক্ষ মানুষের ভিড় জমে।মেলার মাধ্যমে সুন্দরবনের কৃষ্টি সাংস্কৃতিক তুলে ধরা।শুধু জেলা বা রাজ্য নয় দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় আগমন ঘটে বিভিন্ন ধর্মের মানুষের।যা সর্ব ধর্মের মেল বন্ধন সৃষ্টি করে।আগামী দিনে মেলাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা থাকবে মেলা কমিটির।

--

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন