সুন্দরবন TV
বাসন্তীতে শুরু হল গ্রামীন কৃষিবিকাশ ও স্বনির্ভর মিলনমেলা।
নিজস্ব প্রতিনিধি| বাসন্তী|রবিবার দক্ষিন ২৪ পরগণার বাসন্তী ব্লকের চুনাখালি গ্রামে শুরু হল দশম বর্ষের গ্রামীণ কৃষিবিকাশ ও স্বনির্ভর মিলন মেলা।নাবার্ডের সহযোগিতায় দিশারী কৃষক সংঘ আয়োজিত কৃষিবিকাশ মেলায় প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে মেলার আনষ্ঠানিক উদ্বোধন করেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা নীলিমা বিশাল,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন লস্কর,চুনাখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নরেশ নস্কর,বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বৈরাগী,নিমাই মালি,বিষ্ণুপদ প্রধান প্রমূখ।
অনুষ্ঠানে বিধায়ক জয়ন্ত নস্কর বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে।এমনকি গোটা সুন্দরবন জুড়ে উন্নয়নের কর্মযঞ্জ চলছে তা সুন্দরবাসী দেখতে পাচ্ছে।তিনি আরও বলেন এই মেলায় প্রায় ৩৩০ টি স্বনির্ভর দলের মহিলার তাঁদের অাকর্ষনীয় কারুকার্য নিয়ে মেলায় স্টল দিয়েছেন। সাথে সাথে গ্রামীণ কুটীর শিল্প ও কৃষিভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে মেলার অবকাশ রেখেছে। যাতে করে প্রত্যন্ত এলাকার কৃষক,মহিলারা স্বনির্ভরতা লাভ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে ওঠে।মেলায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন।মেলা চলবে ৩ থেকে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত।এদিকে মেলায় সুন্দরবনের আদিবাসী সম্প্রদায় অংশগ্রহণ করে তাদের কৃষ্টি সাংস্কৃতিক তুলে ধরেন।
বাসন্তীতে শুরু হল গ্রামীন কৃষিবিকাশ ও স্বনির্ভর মিলনমেলা।
নিজস্ব প্রতিনিধি| বাসন্তী|রবিবার দক্ষিন ২৪ পরগণার বাসন্তী ব্লকের চুনাখালি গ্রামে শুরু হল দশম বর্ষের গ্রামীণ কৃষিবিকাশ ও স্বনির্ভর মিলন মেলা।নাবার্ডের সহযোগিতায় দিশারী কৃষক সংঘ আয়োজিত কৃষিবিকাশ মেলায় প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে মেলার আনষ্ঠানিক উদ্বোধন করেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা নীলিমা বিশাল,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন লস্কর,চুনাখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নরেশ নস্কর,বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বৈরাগী,নিমাই মালি,বিষ্ণুপদ প্রধান প্রমূখ।
অনুষ্ঠানে বিধায়ক জয়ন্ত নস্কর বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে।এমনকি গোটা সুন্দরবন জুড়ে উন্নয়নের কর্মযঞ্জ চলছে তা সুন্দরবাসী দেখতে পাচ্ছে।তিনি আরও বলেন এই মেলায় প্রায় ৩৩০ টি স্বনির্ভর দলের মহিলার তাঁদের অাকর্ষনীয় কারুকার্য নিয়ে মেলায় স্টল দিয়েছেন। সাথে সাথে গ্রামীণ কুটীর শিল্প ও কৃষিভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে মেলার অবকাশ রেখেছে। যাতে করে প্রত্যন্ত এলাকার কৃষক,মহিলারা স্বনির্ভরতা লাভ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে ওঠে।মেলায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন।মেলা চলবে ৩ থেকে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত।এদিকে মেলায় সুন্দরবনের আদিবাসী সম্প্রদায় অংশগ্রহণ করে তাদের কৃষ্টি সাংস্কৃতিক তুলে ধরেন।