সুন্দরবন TV
হোলির আনন্দ কাটতে না কাটতেই নদীর জলে মিশে গেল চোখের জল
সিরাজ ঘরামী | বাসন্তী| পূর্ণিমার ভরা কটাল, দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের বাসন্তী গ্রাম পঞ্চায়েতের সজিনা তলা গ্রাম হোগল নদীর জলে ভেসে গেল। দীর্ঘদিন ধরে নদী বাঁধের বেহাল দশার কারণে আজ দুপুরে প্রায় ২০০ ফুটের বেশি নদী বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে যায়। বহু ঘরবাড়ি তলিয়ে গেছে, ক্ষতি হচ্ছে ফসলের ও মাছের। ঘর ছাড়া হয়েছে গ্রামের মানুষ।
আশ্রয় নিতে হয়েছে পাশের গ্রামে। একাকার হয়ে গেছে গ্রাম ও নদী। এলাকা পরিদর্শনে আসেন প্রাক্তন সাংসদ প্রতিমা মন্ডল, আশ্বাস দিয়েছেন গ্রামবাসীর পাশে থাকার। কিন্তু সংশয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। রাত নামতেই চিন্তা আরো বেড়ে চলেছে। রাতে থাকবে কোথায়? রাতেও জল ঢুকবে গ্রামে, তড়িঘড়ি পরিস্থিতিতে জিসিবি দিয়ে মাটি দেওয়া হচ্ছে নদী বাঁধে কিন্তু তাতেও ভরসা পাওয়া যাচ্ছে না।
হোলির আনন্দ কাটতে না কাটতেই নদীর জলে মিশে গেল চোখের জল
সিরাজ ঘরামী | বাসন্তী| পূর্ণিমার ভরা কটাল, দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের বাসন্তী গ্রাম পঞ্চায়েতের সজিনা তলা গ্রাম হোগল নদীর জলে ভেসে গেল। দীর্ঘদিন ধরে নদী বাঁধের বেহাল দশার কারণে আজ দুপুরে প্রায় ২০০ ফুটের বেশি নদী বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে যায়। বহু ঘরবাড়ি তলিয়ে গেছে, ক্ষতি হচ্ছে ফসলের ও মাছের। ঘর ছাড়া হয়েছে গ্রামের মানুষ।
আশ্রয় নিতে হয়েছে পাশের গ্রামে। একাকার হয়ে গেছে গ্রাম ও নদী। এলাকা পরিদর্শনে আসেন প্রাক্তন সাংসদ প্রতিমা মন্ডল, আশ্বাস দিয়েছেন গ্রামবাসীর পাশে থাকার। কিন্তু সংশয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। রাত নামতেই চিন্তা আরো বেড়ে চলেছে। রাতে থাকবে কোথায়? রাতেও জল ঢুকবে গ্রামে, তড়িঘড়ি পরিস্থিতিতে জিসিবি দিয়ে মাটি দেওয়া হচ্ছে নদী বাঁধে কিন্তু তাতেও ভরসা পাওয়া যাচ্ছে না।