সুন্দরবনের মানুষের পাশে বেলঘড়িয়া টাচ

সুন্দরবন TV

সুন্দরবনের মানুষের পাশে বেলঘড়িয়া টাচ 

নিজস্ব প্রতিনিধি  | নফরগঞ্জ |২৩ মার্চ শনিবার |  সুন্দরবনের মানুষের দুর্দশার শেষ নেই। কখনো বন্যা, কখনো আইলা, কখনো ঝড়, কোন নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের পেটে মৃত্যু, কখনো গ্রামে বাঘের হানা, কখনো আবার কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হওয়া, কখনো নদীতে নৌকা ডুবে মৃত্যু।  এমন হাজারো বিপদ আছে।  এইসব বিপদকে তোয়াক্কা না করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে সুন্দরবনের মানুষ।  সরকারি প্রকল্প থাকলেও রুপায়ন এর মাধ্যম সঠিকভাবে পৌঁছাতে পারছে না সুন্দরবনের মানুষের কাছে।

 তাই কখনো কখনো কিছু সহৃদয় মানুষ এইসব মনুষের কথা চিন্তা করেন। এইসব মানুষদের জন্য কিছু একটা করা। তেমনই একটি স্বেচ্ছাসেবী সংস্থা বেলঘড়িয়া টাচ। গত ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ছোট দীন্দারঘেড়ী গ্রামের ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে। এদিন দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলেন মশারি, ছাতা, ব্লিচিং পাউডার, ছাত্র-ছাত্রীদের পড়ার বই, প্রতিবন্ধী শিশুদের জন্য হুইল চেয়ার।

 গ্রামের মানুষজন খুশি হয়েছে এই সমস্ত উপহার পেয়ে। গ্রামের মানুষের পাশে দাঁড়াতে পারে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদিকা সন্দীপা নন্দী জানান "আমরা এভাবে গ্রামের মানুষের পাশে থাকতে চাই। আমরা গত পাঁচ বছর ধরে নফরগঞ্জ ও ভারতগড় গ্রাম পঞ্চায়েতের ছটি গ্রামে কাজ করছি। আগামী দিনে আমাদের কাজের পরিধি আরো এগিয়ে নিয়ে যাবো।

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন