সুন্দরবন TV
মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুঃস্থদের বার্ধক্য ভাতা
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ৩০ জন দুঃস্থ বৃদ্ধ ও বৃদ্ধা কে বার্ধক্য ভাতার শংসাপত্র তুলে দেন মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই।এই অঞ্চলে বহু দুঃস্থ পরিবারের বিপিএলের তালিকা নাম নেই।ফলে সরকারি বিভিন্ন প্রকল্পে থেকে সুযোগ সুবিধায় বঞ্চিত হচ্ছা এই সমস্ত পরিবার গুলি।তাই তাদের কথা চিন্তা করে মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের এমন অভিনব উদ্যোগ।প্রতি মাসে এই সমস্ত দুঃস্থ বৃদ্ধ ও বৃদ্ধারা ৪০০ টাকা করে বাধাক্য ভাতা পাবে।এদের মধ্যে ২০ জন বৃদ্ধা।এরা যত দিন বেঁচে থাকবে ততদিন এই ভাতা পাবে।এই অর্থ দেওয়া হচ্ছে পঞ্চায়েতের ওল্ড ফান্ড থেকে।
মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৯ টি।এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল ৭ টি আসনে ও নির্দল ২ টি আসনে জয়ী হয়।বর্তমানে এই পঞ্চায়েতে তৃণমূলের প্রধান হরেন ঘোড়ুই এবং উপ প্রধান প্রদীপ দাস।তৃণমূল এই পঞ্চায়েতের বোর্ড গঠন করার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করে দ্রুততার সঙ্গে।রোড পরিকল্পনা করে বৃক্ষ রোপনের কাজে এই পঞ্চায়েত এক অভিনব নজির গড়ে ফেলেছে শুধু রাজ্য নয় দেশ জুড়ে ইতিমধ্যে।এই পঞ্চায়েতের উদ্যোগে ক্যানিং মাতলা নদীর পাড়ে গড়ে উঠছে নব নির্মিত কেরলের মডেলে নারকেল বাগান।এমনকি রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল,বিদ্যুৎ পরিষেবা,স্বাস্থ্য পরিষেবা প্রমূখ উন্নয়ন মূলক কাজ গুলি দ্রুততার সঙ্গে করে চলেছে।ফলে খুশি এলাকার মানুষজন।মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই বলেন এই পঞ্চায়েতের অধীনে বহু গরীব দুঃস্থ পরিবার আছে যাদের বিপিএল তালিকায় নাম নেই।ফলে এই সমস্ত পরিবার গুলি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।তাদের কথা চিন্তা করে পঞ্চায়েতের উদ্যোগে প্রথম পর্যায়ে ৩০ জন বৃদ্ধ ও বৃদ্ধাকে বার্ধক্য ভাতার শংসাপত্র তুলে দেওয়া হল।প্রতি মাসে ৪০০ টাকা করে এই ভাতা পাবে।এটি পঞ্চায়েতের ওল্ড ফান্ড থেকে অর্থ দেওয়া হবে।আগামী দিনে মোট ২০০ জন কে এই ভাতা দেওয়া হবে।তার জন্য নামের তালিকা তৈরি করা হচ্ছে।এদিকে ভাতা পেয়ে খুশি বৃদ্ধ বদ্ধারা।
মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুঃস্থদের বার্ধক্য ভাতা
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ৩০ জন দুঃস্থ বৃদ্ধ ও বৃদ্ধা কে বার্ধক্য ভাতার শংসাপত্র তুলে দেন মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই।এই অঞ্চলে বহু দুঃস্থ পরিবারের বিপিএলের তালিকা নাম নেই।ফলে সরকারি বিভিন্ন প্রকল্পে থেকে সুযোগ সুবিধায় বঞ্চিত হচ্ছা এই সমস্ত পরিবার গুলি।তাই তাদের কথা চিন্তা করে মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের এমন অভিনব উদ্যোগ।প্রতি মাসে এই সমস্ত দুঃস্থ বৃদ্ধ ও বৃদ্ধারা ৪০০ টাকা করে বাধাক্য ভাতা পাবে।এদের মধ্যে ২০ জন বৃদ্ধা।এরা যত দিন বেঁচে থাকবে ততদিন এই ভাতা পাবে।এই অর্থ দেওয়া হচ্ছে পঞ্চায়েতের ওল্ড ফান্ড থেকে।
মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৯ টি।এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল ৭ টি আসনে ও নির্দল ২ টি আসনে জয়ী হয়।বর্তমানে এই পঞ্চায়েতে তৃণমূলের প্রধান হরেন ঘোড়ুই এবং উপ প্রধান প্রদীপ দাস।তৃণমূল এই পঞ্চায়েতের বোর্ড গঠন করার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করে দ্রুততার সঙ্গে।রোড পরিকল্পনা করে বৃক্ষ রোপনের কাজে এই পঞ্চায়েত এক অভিনব নজির গড়ে ফেলেছে শুধু রাজ্য নয় দেশ জুড়ে ইতিমধ্যে।এই পঞ্চায়েতের উদ্যোগে ক্যানিং মাতলা নদীর পাড়ে গড়ে উঠছে নব নির্মিত কেরলের মডেলে নারকেল বাগান।এমনকি রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল,বিদ্যুৎ পরিষেবা,স্বাস্থ্য পরিষেবা প্রমূখ উন্নয়ন মূলক কাজ গুলি দ্রুততার সঙ্গে করে চলেছে।ফলে খুশি এলাকার মানুষজন।মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই বলেন এই পঞ্চায়েতের অধীনে বহু গরীব দুঃস্থ পরিবার আছে যাদের বিপিএল তালিকায় নাম নেই।ফলে এই সমস্ত পরিবার গুলি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।তাদের কথা চিন্তা করে পঞ্চায়েতের উদ্যোগে প্রথম পর্যায়ে ৩০ জন বৃদ্ধ ও বৃদ্ধাকে বার্ধক্য ভাতার শংসাপত্র তুলে দেওয়া হল।প্রতি মাসে ৪০০ টাকা করে এই ভাতা পাবে।এটি পঞ্চায়েতের ওল্ড ফান্ড থেকে অর্থ দেওয়া হবে।আগামী দিনে মোট ২০০ জন কে এই ভাতা দেওয়া হবে।তার জন্য নামের তালিকা তৈরি করা হচ্ছে।এদিকে ভাতা পেয়ে খুশি বৃদ্ধ বদ্ধারা।