বাসন্তীতে গামছার ফাঁসে গৃহবধূ খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর।

বাসন্তীতে গামছার ফাঁসে গৃহবধূ খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর।

নুরসেলিম লস্কর, বাসন্তী : ফের রক্তাক্ত কাণ্ডে কাঁপল বাসন্তী। কয়েক মাস আগে একই এলাকায় এক দেওর বৌদির মাথা কেটে খুন করে থানায় আত্মসমর্পণ করেছিল। ফের সেই বাসন্তীতেই ঘটল ভয়াবহ ঘটনা। স্ত্রীকে গামছার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে থানায় হাজির হল স্বামী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কৃষ্ণনগর এলাকায়। মৃত গৃহবধূর নাম ময়না মোল্লা (৩২)। অভিযুক্ত স্বামী মইদুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

     স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে কৃষ্ণনগরের মইদুলের সঙ্গে আঠারোবাঁকির ময়নাকে বিয়ে হয়। তাঁদের সংসারে এক কন্যা ও দুই পুত্র রয়েছে। অভিযোগ, মইদুল একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। সেই খবর জানতে পেরে প্রতিবাদে সরব হয় ময়না। দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে অশান্তি চলছিল। গত মঙ্গলবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। রাগের মাথায় মইদুল গামছার ফাঁস দিয়ে স্ত্রীর গলা চেপে ধরে শ্বাসরোধ করে খুন করে। এরপর রাতেই সে সরাসরি বাসন্তী থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং নিজের অপরাধ স্বীকার করে নেয়।

       আর এই চাঞ্চল্যকর খুনের খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। বুধবার সকালে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ধৃত মইদুলকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। আর এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছে, এরকম নৃশংস ঘটনা বারবার ঘটায় আতঙ্ক বাড়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন