মনিরুল ইসলাম বিজেপি তে যোগদানে তীব্র ক্ষোভ সোশ্যাল মিডিয়াতে

সুন্দরবন TV

মনিরুল ইসলাম বিজেপি তে যোগদানে তীব্র ক্ষোভ সোশ্যাল মিডিয়াতে 



সুমিত মজুমদার

কোলকাতা |আজই দিল্লির সদর দপ্তরে মুকুল রায়ের হাত ধরে বিজেপি তে যোগ দিলেন ,বীরভূম জেলার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তা নিয়ে যেমন বিজেপির অন্ধরে চাপা ক্ষোভ বিরাজমান, তেমনি সোশ্যাল মিডিয়া তে তুমুল ঝড় তুলেছেন বিজেপির সমর্থকেরা। যদিও এ ব্যাপারে রাজ্য বিজেপির তরফ থেকে কোনো সদুত্তর ব্যাখ্যা পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মূলত সংখ্যালঘুদের কাছে টানতে এবং বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার প্রমানের জন্য বিজেপির এই পদক্ষেপ। কিন্তু সমর্থকেরা সোশ্যাল মিডিয়া তে জানিয়েছেন যে, এই মনিরুল ইসলাম বিজেপি এবং নরেন্দ্র মোদির  বিরুদ্ধে কুকথা এবং সাম্প্রদায়িক  উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন।
যাদের বিরুদ্ধে এতদিন লড়াই ছিল,তারাই এখন বিজেপি তে! এছাড়াও বিজেপির অবস্থাও তৃণমূলের মত হবেই,আগাম সতর্ক বার্তা দিয়ে রাখলেন কর্মী সমর্থকেরা। দেখার বিষয় আগামী দিনে বিজেপি সমর্থকেরা অন্য দলের দিকে না ঝুঁকে যায়,তাহলে ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির পশ্চিম বঙ্গ জয়ের স্বপ্ন বৃথা হয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন