সুন্দরবন TV
বাসন্তীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫ জন দুষ্কৃতী
নিজস্বা প্রতিনিধি | বাসন্তী|বুধবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ভিন জেলার ৫ জন দুষ্কৃতী গ্রেফতার করে পুলিশ।ধৃতদের নাম আরাবুল মন্ডল,সুজাউদ্দিন মন্ডল,জানতু সেখ, রাজোব আলি সেখ,আবু সামা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার গরাণবোস খেয়াঘাট এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়ে উত্তর ২৪ পরগনার ও মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকজন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র সহ জোড় হয়েছে বাসন্তী এলাকায়।আর এই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে বারুইপুর এসওজি এবং বাসন্তী থানার পুলিশ ওঁত পেতে থাকে।গভীর রাতে নদী পেরিয়ে বাসন্তী এলাকায় দুষ্কৃতীরা ঢুকলে চলে পুলিশি অভিযান।আগ্নেয়াস্ত্র সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।তবে ২ জন দুষ্কৃতী পালিয়ে যায়।
ধৃতদের কাছ থেকে পুলিশ ৪ টি সিঙ্গেল ব্যারেল লং পাইপগান, ১টি শার্ট পাইপগান,নাইন এমএম পিস্তল ম্যাগজিন সহ,৮ রাউন্ড কার্তুজ,২ টি মোববাইল।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ডাকাতির করার জন্য জড়ো হয়ে ছিল সশস্ত্র দুষ্কৃতীরা।তবে কি উদ্দেশ্য জড়ো হয়ে ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে আগামী ১২ মে বাসন্তীর সোনাখালিতে এবং ক্যানিং স্পোর্টস কমপেক্স মাঠে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা।আর তার আগেই গ্রেফতার ভিন জেলার ৫ জন সশস্ত্র দুষ্কৃতি।ফলে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ প্রশাসন মহলে।পুলিশ জানান আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় ৫ জন দুষ্কৃতীকে।তবে কি কারণে জড়ো হয়ে ছিল এবং কি উদ্দেশ্য ছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।ধৃতদের জেরা করা হচ্ছে।
--
বাসন্তীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫ জন দুষ্কৃতী
নিজস্বা প্রতিনিধি | বাসন্তী|বুধবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ভিন জেলার ৫ জন দুষ্কৃতী গ্রেফতার করে পুলিশ।ধৃতদের নাম আরাবুল মন্ডল,সুজাউদ্দিন মন্ডল,জানতু সেখ, রাজোব আলি সেখ,আবু সামা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার গরাণবোস খেয়াঘাট এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়ে উত্তর ২৪ পরগনার ও মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকজন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র সহ জোড় হয়েছে বাসন্তী এলাকায়।আর এই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে বারুইপুর এসওজি এবং বাসন্তী থানার পুলিশ ওঁত পেতে থাকে।গভীর রাতে নদী পেরিয়ে বাসন্তী এলাকায় দুষ্কৃতীরা ঢুকলে চলে পুলিশি অভিযান।আগ্নেয়াস্ত্র সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।তবে ২ জন দুষ্কৃতী পালিয়ে যায়।
ধৃতদের কাছ থেকে পুলিশ ৪ টি সিঙ্গেল ব্যারেল লং পাইপগান, ১টি শার্ট পাইপগান,নাইন এমএম পিস্তল ম্যাগজিন সহ,৮ রাউন্ড কার্তুজ,২ টি মোববাইল।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ডাকাতির করার জন্য জড়ো হয়ে ছিল সশস্ত্র দুষ্কৃতীরা।তবে কি উদ্দেশ্য জড়ো হয়ে ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে আগামী ১২ মে বাসন্তীর সোনাখালিতে এবং ক্যানিং স্পোর্টস কমপেক্স মাঠে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা।আর তার আগেই গ্রেফতার ভিন জেলার ৫ জন সশস্ত্র দুষ্কৃতি।ফলে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ প্রশাসন মহলে।পুলিশ জানান আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় ৫ জন দুষ্কৃতীকে।তবে কি কারণে জড়ো হয়ে ছিল এবং কি উদ্দেশ্য ছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।ধৃতদের জেরা করা হচ্ছে।
--