সুন্দরবন TV
জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়ে ভোট প্রচারে রুপা গাঙ্গুলী
নিজস্ব প্রতিনিধি | বাসন্তী|রবিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী আশোক কান্ডারি কে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ রুপা গাঙ্গুলী এবং কয়েকশো বিজেপি কর্মী সমর্থক বাসন্তী,ক্যানিং পূর্ব ও পশ্চিম বিধানসভার বিভিন্ন এলাকা সপ্তদশ লোকসভার নির্বাচনী প্রচার করে।এদিন বিজেপির রাজ্যসভার সাংসদ রুপা গাঙ্গুলী জয়নগর(এসসি)লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশোকানের কান্ডারি কে নিয়ে হুটখোলা গাড়ি করে বাসন্তী বাজার,জ্যোতিষপুর,রানীগড় সহ বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন।পাশাপাশি কয়েক হাজার বিজেপি কর্মী আটো ও টোটো করে এই ভোট প্রচারে অংশ নেয়।এদিন সাংবাদিকদের প্রশ্নে বিজেপির রাজ্যসভার সাংসদ রুপা গাঙ্গুলী বলেন সারা দেশে জুড়ে যে এতো দফা ভোট হয়ে গেল,সেটাতে বাংলা একটা খুব লজ্জাজনক পরিস্থিতি তৈরি করলো সারা দেশের জন্য,দেশের মানুষের জন্য এবং বিশ্বের কাছেও।বিশ্ব জুড়ে এরকম একটা ছিছিকার চলছে।এখানে সব বুথে প্যারা মেলেটারি থাকবে।তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওনার ডান হাত বাম হাতিরা তারা বলছেন প্যারা মেলেটারি নাকি ইউজলেস।তাকে সরিয়ে দাও,তার দরকার নেই,তাকে ভয় পেওনা।তো এটা কি পরিচয় দেয়।
এ রাজ্যে মানুষের তাহলে ভোট দেওয়ার অধিকার নেই।আপনারা নিচিন্ত থাকুন।এবার এতো দিন হলো যথেষ্ট পরিমাণে বেশী মানুষ ভোট দিতে পেরেছে।যা খুব কম দেখা গিছে এত দিনে পশ্চিমবঙ্গে।হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবার নতুন করে ভোট দিচ্ছে এবং এই নতুন ভোট গুলো সব বিজেপি তে আসছে।বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলী বলেন কোথাও আর শক্তঘাটি যদি তৃণমূলের থাকতো,তাহলে কী মাননীয়া মুখ্যমন্ত্রী এরকম যখন তখন যা ইচ্ছা তাই ভাষণ দিতেন।উনি বলছেন বাচ্চা হারিয়ে গেছে,থাকগে থাক ছেড়েদে বাবা,পরে খুঁজে দেবো যানা, মুড খারাপ হয়ে গেল।একি এটা কি মুখ্যমন্ত্রী?উনার খুব সুন্দর একটা যোগ্যতা আছে,সে যোগ্যতা হচ্ছে দারুন কবিতা টবিতা লেখেন।সেই রয়েলটি দিয়ে পার্টী চলে।উনি ধারুন আঁকে,আঁকা দিয়ে রয়েলটি দিয়ে পার্টী চলে।সেটা চলে না,সেটা হচ্ছে স্বাভাবিক জীবনের এই যে ছোট ছোট সব কিছু,কোন একটা সব কিছু ছোট, পরিসরটা বাড়ে না।এই পশ্চিমবঙ্গ সেই অবস্থা মানুষ আর মেনে নিচ্ছে না।তিনি জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থীর জয়ের বিষয়ে ২০০ শতাংশ আশাবাদী।এবারে জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল,আরএসপি সুভাষ নস্কর,কংগ্রেসের তপন মন্ডল,বিজেপি আশোক কান্ডারি।
জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়ে ভোট প্রচারে রুপা গাঙ্গুলী
নিজস্ব প্রতিনিধি | বাসন্তী|রবিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী আশোক কান্ডারি কে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ রুপা গাঙ্গুলী এবং কয়েকশো বিজেপি কর্মী সমর্থক বাসন্তী,ক্যানিং পূর্ব ও পশ্চিম বিধানসভার বিভিন্ন এলাকা সপ্তদশ লোকসভার নির্বাচনী প্রচার করে।এদিন বিজেপির রাজ্যসভার সাংসদ রুপা গাঙ্গুলী জয়নগর(এসসি)লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশোকানের কান্ডারি কে নিয়ে হুটখোলা গাড়ি করে বাসন্তী বাজার,জ্যোতিষপুর,রানীগড় সহ বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন।পাশাপাশি কয়েক হাজার বিজেপি কর্মী আটো ও টোটো করে এই ভোট প্রচারে অংশ নেয়।এদিন সাংবাদিকদের প্রশ্নে বিজেপির রাজ্যসভার সাংসদ রুপা গাঙ্গুলী বলেন সারা দেশে জুড়ে যে এতো দফা ভোট হয়ে গেল,সেটাতে বাংলা একটা খুব লজ্জাজনক পরিস্থিতি তৈরি করলো সারা দেশের জন্য,দেশের মানুষের জন্য এবং বিশ্বের কাছেও।বিশ্ব জুড়ে এরকম একটা ছিছিকার চলছে।এখানে সব বুথে প্যারা মেলেটারি থাকবে।তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওনার ডান হাত বাম হাতিরা তারা বলছেন প্যারা মেলেটারি নাকি ইউজলেস।তাকে সরিয়ে দাও,তার দরকার নেই,তাকে ভয় পেওনা।তো এটা কি পরিচয় দেয়।
এ রাজ্যে মানুষের তাহলে ভোট দেওয়ার অধিকার নেই।আপনারা নিচিন্ত থাকুন।এবার এতো দিন হলো যথেষ্ট পরিমাণে বেশী মানুষ ভোট দিতে পেরেছে।যা খুব কম দেখা গিছে এত দিনে পশ্চিমবঙ্গে।হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবার নতুন করে ভোট দিচ্ছে এবং এই নতুন ভোট গুলো সব বিজেপি তে আসছে।বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলী বলেন কোথাও আর শক্তঘাটি যদি তৃণমূলের থাকতো,তাহলে কী মাননীয়া মুখ্যমন্ত্রী এরকম যখন তখন যা ইচ্ছা তাই ভাষণ দিতেন।উনি বলছেন বাচ্চা হারিয়ে গেছে,থাকগে থাক ছেড়েদে বাবা,পরে খুঁজে দেবো যানা, মুড খারাপ হয়ে গেল।একি এটা কি মুখ্যমন্ত্রী?উনার খুব সুন্দর একটা যোগ্যতা আছে,সে যোগ্যতা হচ্ছে দারুন কবিতা টবিতা লেখেন।সেই রয়েলটি দিয়ে পার্টী চলে।উনি ধারুন আঁকে,আঁকা দিয়ে রয়েলটি দিয়ে পার্টী চলে।সেটা চলে না,সেটা হচ্ছে স্বাভাবিক জীবনের এই যে ছোট ছোট সব কিছু,কোন একটা সব কিছু ছোট, পরিসরটা বাড়ে না।এই পশ্চিমবঙ্গ সেই অবস্থা মানুষ আর মেনে নিচ্ছে না।তিনি জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থীর জয়ের বিষয়ে ২০০ শতাংশ আশাবাদী।এবারে জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল,আরএসপি সুভাষ নস্কর,কংগ্রেসের তপন মন্ডল,বিজেপি আশোক কান্ডারি।