সুন্দরবন TV
পাথর প্রতিমায় জখম রেঞ্জার সহ ৪ বনকর্মী
পাথর প্রতিমা|সোমবার রাতে সুন্দরবনের নদীতে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চোরা পথে বেশ কয়েকজন মাছ ধরার সময় বনকর্মীরা বাঁধা দিলে বনকর্মীদের বেধড়ক মারধর করে তারা।জখম হয় রামগঙ্গা রেঞ্জার অফিসার বিমল মাইতি সহ আরও ৪ জন বনকর্মী।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোবরর্ধনপুর কোষ্টাল থানার সত্যদাসপুর এলাকায়।স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে রামগঙ্গা রেঞ্জের ধনচী জঙ্গল এলাকায় জগৎদল নদীতে অবৈধ ভাবে ৩ টি ট্রলার ও ২ ট্রলি তে বেশ কয়েকজন গোপনে চোরা পথে মাছ ধরছিল রাতে।সেই সময় রামগঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার বিমল মাইতির নেতৃত্বে বনকর্মীরা জল পথে টহল দিচ্ছিল।তারা বিষয়টি দেখতে পেয়ে ৩ টি ট্রলার ও ২ টি ট্রলি আটক করে।আর এই খবর ছড়িয়ে পড়তে সত্যদাসপুর এলাকার কয়েকশো মানুষজন এসে ঝাঁপিয়ে পড়ে বনকর্মীদের উপর।সেই সময় ট্রলার ও ট্রলির লোকজনরা বনকর্মী ও রেঞ্জার অফিসারকে মারধর করে।আর মারধর করে ৩ টি ট্রলার ও ২ টি ট্রলি নিয়ে তারা জল পথে চম্পট দেয়।জখম বনকর্মীরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।এ বিষয়ে বন দফতরের পক্ষ থেকে ৫ জনের নামে অভিযোগ দায়ের করে।অঅভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে।অভিযুক্তরা পলাতক।তাদের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।এদিকে পুলিশ ও বন দফতর জল পথে যৌথ অভিযান চালিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ৩ টি ট্রলার ও ২ টি ট্রলির খোঁজে।জেলা বন দফতর জানান ফরেস্টের রামগঙ্গা রেঞ্জের মধ্যে অবৈধ ভাবে বেশ কয়েকজন ৩ টি ট্রলার ও ২ ট্রলি নিয়ে জঙ্গল লাগয়া নদীতে মাছ ধরছিল।সেই সময় জল পথে টহল দেওয়ার সময় বিষয়টি চোখে পড়ে বনর্কমীদের।তারা ৩ টি ট্রলার ও ২ টি ট্রলি আটক করে।ট্রলার ও ট্রলির বেশ কয়েকজন বনকর্মীদের মারধর করে ট্রলার ও ট্রলি নিয়ে তারা চম্পট দেয়।এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।জখম রামগঙ্গা রেঞ্জার সহ আরও ৪ জন বনকর্মী হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ জানান অবৈধ ভাবে বেশ কয়েকজন নদীতে মাছ ধরার সময় বনকর্মীরা ট্রলার ও ট্রলি আটক করলে বনকর্মীদের মারধর করে তারা ট্রলার ও ট্রলি নিয়ে চম্পট দেয়।এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্তদের এবং ট্রলার ও ট্রলির খোঁজে তল্লাশি চলছে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
পাথর প্রতিমায় জখম রেঞ্জার সহ ৪ বনকর্মী
পাথর প্রতিমা|সোমবার রাতে সুন্দরবনের নদীতে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চোরা পথে বেশ কয়েকজন মাছ ধরার সময় বনকর্মীরা বাঁধা দিলে বনকর্মীদের বেধড়ক মারধর করে তারা।জখম হয় রামগঙ্গা রেঞ্জার অফিসার বিমল মাইতি সহ আরও ৪ জন বনকর্মী।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোবরর্ধনপুর কোষ্টাল থানার সত্যদাসপুর এলাকায়।স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে রামগঙ্গা রেঞ্জের ধনচী জঙ্গল এলাকায় জগৎদল নদীতে অবৈধ ভাবে ৩ টি ট্রলার ও ২ ট্রলি তে বেশ কয়েকজন গোপনে চোরা পথে মাছ ধরছিল রাতে।সেই সময় রামগঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার বিমল মাইতির নেতৃত্বে বনকর্মীরা জল পথে টহল দিচ্ছিল।তারা বিষয়টি দেখতে পেয়ে ৩ টি ট্রলার ও ২ টি ট্রলি আটক করে।আর এই খবর ছড়িয়ে পড়তে সত্যদাসপুর এলাকার কয়েকশো মানুষজন এসে ঝাঁপিয়ে পড়ে বনকর্মীদের উপর।সেই সময় ট্রলার ও ট্রলির লোকজনরা বনকর্মী ও রেঞ্জার অফিসারকে মারধর করে।আর মারধর করে ৩ টি ট্রলার ও ২ টি ট্রলি নিয়ে তারা জল পথে চম্পট দেয়।জখম বনকর্মীরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।এ বিষয়ে বন দফতরের পক্ষ থেকে ৫ জনের নামে অভিযোগ দায়ের করে।অঅভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে।অভিযুক্তরা পলাতক।তাদের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।এদিকে পুলিশ ও বন দফতর জল পথে যৌথ অভিযান চালিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ৩ টি ট্রলার ও ২ টি ট্রলির খোঁজে।জেলা বন দফতর জানান ফরেস্টের রামগঙ্গা রেঞ্জের মধ্যে অবৈধ ভাবে বেশ কয়েকজন ৩ টি ট্রলার ও ২ ট্রলি নিয়ে জঙ্গল লাগয়া নদীতে মাছ ধরছিল।সেই সময় জল পথে টহল দেওয়ার সময় বিষয়টি চোখে পড়ে বনর্কমীদের।তারা ৩ টি ট্রলার ও ২ টি ট্রলি আটক করে।ট্রলার ও ট্রলির বেশ কয়েকজন বনকর্মীদের মারধর করে ট্রলার ও ট্রলি নিয়ে তারা চম্পট দেয়।এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।জখম রামগঙ্গা রেঞ্জার সহ আরও ৪ জন বনকর্মী হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ জানান অবৈধ ভাবে বেশ কয়েকজন নদীতে মাছ ধরার সময় বনকর্মীরা ট্রলার ও ট্রলি আটক করলে বনকর্মীদের মারধর করে তারা ট্রলার ও ট্রলি নিয়ে চম্পট দেয়।এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্তদের এবং ট্রলার ও ট্রলির খোঁজে তল্লাশি চলছে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
King casino no deposit bonus codes 2020 : Play free Slots
উত্তরমুছুনKing casino offers a 100% up to €1000 Welcome Bonus. Register 카지노사이트 a new account and get your first £20 in vua nhà cái free chips. 더킹카지노