ট্রেনের মধ্যে মহিলাদের কটুক্তি,অশোভন আচরন উন্মত্ত ভবঘুরে পাগলের

সুন্দরবন TV

ট্রেনের মধ্যে মহিলাদের কটুক্তি,অশোভন আচরন উন্মত্ত ভবঘুরে পাগলের

সুভাষচন্দ্র দাস
 ক্যানিং- সোমবার ডাউন সন্ধ্যা ছটা চল্লিশের শিয়ালদহ-ক্যানিং মাতৃভূমি লোকালের পুরুষ কামরায় এক বছর চল্লিশের উন্মত্ত ভবঘুরে পাগল ঘুটিয়ারী শরীফ ষ্টেশন থেকে ট্রেনের কামরায় চড়ে বসে।ট্রেনটি বেতবেড়িয়া ষ্টেশন ছাড়লে পুরুষ কামরায় থাকা মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ঐ কামরায় থাকা বেশ কয়েকজন মহিলাদের দিকে তাকিয়ে অশোভন অঙ্গভঙ্গি করতে থাকে।পাশাপাশি তাদের কে মারধোরও করে।অন্যদিকে ট্রেনের নিত্য যাত্রী ক্যানিং রাজারলাট পাড়ার বাসিন্দা শম্পা অধিকারী নামে এক মহিলাকে মারধোর করে তাঁর ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।ভবঘুরে পাগলের হাত থেকে অন্যান্য সহযাত্রীরা ঐ মহিলাকে বাঁচাতে গেলে উন্মত্ত ভবঘুরে পাগল শম্পাদেবীর উপর চড়াও হয়ে আরও মারধোর শুরু করে। ট্রেনের মধ্যে গুরুতর জখম হয়ে পড়েন নিত্য ঐ মহিলাযাত্রী। ততক্ষণে ট্রেন অবশ্য ক্যানিং ষ্টেশনে পৌঁছে যায়।খবর পেয়েই খুব তৎপরতার সাথে কর্তব্যরত রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম মহিলা যাত্রীকে উদ্ধার করে চিকিসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি উন্মত্ত ভবঘুরে পাগলকে আটক করে সোনারপুর জিআরপি থানায় পাঠায়।রেল পুলিশের প্রাথমিক ধারনা জনৈক ব্যক্তি ভবঘুরে পাগল।ট্রেনের মধ্যে কেন এমন ঘটনা ঘটালো সে বিষয়ে এবং তার পরিচয় জানার চেষ্টা চলছে।পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন