সর্বধর্ম সম্মন্বয় ঘটিয়ে প্রচার শুরু ক্যানিংয়ের তৃণমূল-কংগ্রেস প্রার্থী পরেশ রাম দাসের নুরসেলিম লস্কর |ক্যানিং : ক্যানিং বিধানসভার মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী সেখানকার ভূমিপুত্র পরেশ রাম দাসকে এবারে প্রার্থী করেছে । আর ক্যানিং বিধানসভা আসনে প্রার্থী পদ পেয়েই প্রচার শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশরাম দাস,কিন্তূ ভিন্ন ভাবে । আর যখন রাজ্য রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দল ধর্মীয় অস্ত্রে শান দিচ্ছে তখন ক্যানিংয়ের তৃণমূল প্রার্থীকে দেখা গেল সকাল সকাল মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে সর্ব ধর্ম সমন্বয়ের মধ্…
ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ,সাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন প্রার্থী ঘোষণার পর বঙ্কিম চন্দ্র হাজরা নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|শুক্রবার রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করে।আর এই তালিকায় এবারে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম তফশিলি বিধানসভা কেন্দ্রে নতুন মুখ উঠে আসে।এবারে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাসের নাম ঘোষণা করে তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর এই নাম ঘোষণায় তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্…
Social Plugin