Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সর্বধর্ম সম্মন্বয় ঘটিয়ে প্রচার শুরু ক্যানিংয়ের তৃণমূল-কংগ্রেস প্রার্থী পরেশ রাম দাসের

 সর্বধর্ম সম্মন্বয় ঘটিয়ে প্রচার শুরু ক্যানিংয়ের তৃণমূল-কংগ্রেস প্রার্থী পরেশ রাম দাসের



নুরসেলিম লস্কর |ক্যানিং : ক্যানিং বিধানসভার মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী সেখানকার ভূমিপুত্র পরেশ রাম দাসকে এবারে প্রার্থী করেছে । আর ক্যানিং বিধানসভা আসনে প্রার্থী পদ পেয়েই প্রচার শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশরাম দাস,কিন্তূ ভিন্ন ভাবে । আর যখন রাজ্য রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দল ধর্মীয় অস্ত্রে শান দিচ্ছে তখন ক্যানিংয়ের তৃণমূল প্রার্থীকে দেখা গেল সকাল সকাল মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে সর্ব ধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে প্রার্থনা করে প্রচার শুরু করতে । সেই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ক্যানিং বাস স্ট্যান্ডে মহিলাদের হাতে গোলাপ দিয়ে প্রচার করতে দেখা গেল পরেশরাম দাস কে ।

ঘরের ছেলে কে প্রার্থী হিসাবে পেয়ে এলাকার লোকজনের মধ্যেও প্রথম দিনথেকে একটা আলাদা উৎসাহ লক্ষ্য করা গিয়েছে, তবে এখনো পর্যন্ত পরেশ রামের বিরুদ্ধে বিজেপি বা জোটের কোন প্রার্থীর নাম ঘোষণা হয় নি । তবে সেদিকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করে চলেছেন ক্যানিংয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী ।

Post a Comment

0 Comments