Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্রমশ এগিয়ে আসছে ' যশ '

 ক্রমশ এগিয়ে আসছে ' যশ ' গ্রাম বাঁচাতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু নদীবাঁধ মেরামতির কাজ


 নূরসেলিম লস্কর :বাসন্তী: ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'যশ '। আজ থেকে বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি, জলোচ্ছাস সঙ্গে ঝোড়ো হাওয়া। বিভিন্ন এলাকায় চলছে প্রশাসনিক তৎপরতা, কিন্তূ সুন্দরবনের বাসন্তী ব্লকের উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠিক তার উল্টো ছবি দেখা গেল মঙ্গলবার। উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার হাড়ভাঙ্গী সুইস গেটের অবস্থা বেশ কয়েক বছর ধরে বিপদজনক হয়ে পড়ে ছিল। বেশ কয়েকবার সেচ দপ্তরের অধিকারিকদের জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। চলছিল প্রশাসনিক সাহায্যে বাঁধ নির্মাণের দীর্ঘ দিনের স্বপ্ন। কিন্তূ সেই স্বপ্ন আর দেখতে চায়না উত্তর মোকামবেড়িয়া গ্রামবাসীরা কারণ আয়লা, বুলবুল, অম্ফান থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি ' যশ ' আসার আগে বাধ্য হয়ে শিক্ষক খোকন সরদারের উদ্যোগে 'মাই ড্রিমস ফাউন্ডেশনের সদস্যরা মিলে মঙ্গলবার দুপুরে ঐ সুইস গেট ও নদী বাঁধ মেরামতির কাজ করলেন। আর এই যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতির কাজ করায় শিক্ষক খোকন সরদার ও মাই ড্রিমস ফাউন্ডেশনের সদস্যদের উপর যতটা খুশি এলাকাবাসী ঠিক ততটা অখুশি প্রশাসনের উপর।

Post a Comment

0 Comments