লোকাল ট্রেন চালানোর দাবিতে সোনারপুরে রেল অবরোধ
নূরসেলিম লস্কর : ক্যানিং| সোনারপুর স্টেশনে লোকাল ট্রেন চালানোর দাবিতে রেল অবরোধ নিত্যযাত্রীদের। স্পেশাল ট্রেনে নিত্যযাত্রীদের উঠতে না দেওয়াতে সেই সময় রেল লাইনে বসে পড়েন যাত্রীরা। সকাল সকাল এই অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার, লক্ষীকান্তপুর, নামখানা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদেরও কর্মক্ষেত্রে পৌঁচ্ছাতে অসুবিধা হয়। বিঘ্নিত হয় স্পেশাল ট্রেনে পরিষেবা। ঘটনাস্থলে সোনারপুর GRP ও RPF গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করে। প্রসঙ্গত, বাংলায় করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় আগামী ৩০ সে জুন পর্যন্ত বাংলায় জারি রয়েছে বিভিন্ন বিধিনিষেধ। আর এই বিধিনিষেধের ফলে বন্ধ লোকাল ট্রেন। তাতে নিত্য যাত্রীদের পরতে হচ্ছে অসুবিধায়। রেল সূত্রে খবর, লোকাল ট্রেন পরিষেবা চালু করার জন্য আবেদন জানিয়ে এর আগেই পরিবহন সচিব কে চিঠি দিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। রেল এও জানিয়েছে যে লোকাল ট্রেন পরিষেবা কবে চালু করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। করোনা রোধে রাজ্য সরকারের এই নীতির বিরুদ্ধে ক্ষোভের পাশাপাশি স্পেশাল ট্রেনেও বাড়ছিল ভিড়। আর স্পেশাল ট্রেনে ভিড় রুখতে নিত্যযাত্রীদের ট্রেনে না উঠতে দেয়াতে আজ সকালে সোনারপুরে রেল অবরোধের মধ্যে দিয়ে সেই ক্ষোভ আরও একবার প্রকাশ্যে এসে পড়ল।
0 Comments
Welcome