Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাসন্তীতে উদ্ধার ড্রাম ভর্তি বোমা

 


নুরসেলিম লস্কর, বাসন্তী : দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে আগেই। সমগ্র রাজ্যবাসী এখন মেতে রয়েছে শারদীয়ার আনন্দে। ঠিক সেই মুহূর্তে শুক্রবার মহা পঞ্চমীর দিন সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকা থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। ঐ এলাকার সূত্রে জানা গিয়েছে, পঞ্চমীর সকালে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলতলা গ্রামের একটি কবরস্থানের পাশের একটি নারকেল গাছ থেকে নারকেল পড়ার সময় একটি পরিত্যক্ত ড্রাম দেখতে পান কয়েকজন গ্রামবাসী। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখতেই রীতিমতো ভয়ে সেখান থেকে পালিয়ে আসেন তারা। দেখা যায় ওই ড্রামে মজুদ রয়েছে কিছু তাজা বোমা। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।সেই খবর পেয়ে ঘটনাস্থলে আছে বাসন্তী থানার এসআই তরুণ ভৌমিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বাসন্তী থানার পুলিশের পক্ষ থেকে জায়গাটিকে প্রথমে ঘিরে ফেলা হয় এবং ওই স্থানের আশপাশ থেকে এলাকাবাসীদের সরিয়ে দেয় পুলিশ, যাতে বড়সড়ো কোন বিপদ না ঘটে। পরে খবর দেওয়া হয় বোম স্কোয়াড কে। তারা এসে বোমা গুলিকে নিষ্ক্রিয় করে।

   


 এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে ঐ এলাকাবাসীরা। বাসন্তী থানা সূত্রে জানা গিয়েছে,ঐ এলাকা থেকে উদ্ধার হয়েছে আট থেকে দশটি বোমা। কে বা কারা এই বোমাগুলো রেখেছে? কি উদ্দেশ্যে? সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। সেই সঙ্গে চলছে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ।

Post a Comment

0 Comments