সারম্ভরে পালিত হল জেলার পুজো কার্নিভাল

 

প্রশান্ত সরকার, কুলপি | বাঙালীর শ্রেষ্ঠ  উৎসব দুর্গাপুজো শেষ, এবার প্রতিমা বিসর্জ্জনের পালা।     দক্ষিন ২৪ পরগণা জেলার কুল্পীতে পালিত হল জেলার  পুজো কার্নিভাল ২০২২ । এবারের পুজো কার্নিভালে অংশগ্রহণ করেছিলেন জেলার সেরা ২১ পুজো কমিটি। সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে  পুজো কমিটির সদস্যরা তাদের প্রতিমাকে প্রদর্শনীর ব্যবস্থার করেছিলেন। 

পুজো কার্নিভালে  উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ প্রতিমা মণ্ডল, জেলা পরিসদের সহ সভাধিপতি পুর্নিমা হাজারী, বিধায়ক ফিরদৌসি বেগম এছাড়াও জেলার বিভিন্ন আধিকারিকরা ছিলেন কার্নিভালের মুল মঞ্চে। কার্নিভালের প্রতিমা দেখার জন্য কুল্পী রোডের দুপাশে অসংখ্য মানুষের ভীড় জমিয়ে ছিলেন। রাজ্য পুলিশ এলাকাটি  নিরাপত্তায় ঘিরে রেখেছিলেন। 

কার্নিভালে যাতে কোনো অসুবিধা না হয় পুজো কমিটির ও সাধারণ মানুষের সেই দিকেও কড়া নজর রেখেছিলেন পুলিশ কর্তারা। মালবাজারের মাল নদিতে প্রতিমা বিসর্জনের সময় হঠাৎ হরপা বানে ঘটে যাওয়া বিপদ যাতে পুণঃরায় না ঘটে সেদিকে লক্ষ্য রেখে করা নজরদারি ব্যবস্থার মধ্য দিয়ে এদিনের কুল্পীতে পুজো কার্নিভালের আয়োজন করেন জেলা প্রশাসন।

  প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষ নাগরিকদের জন্য পানীয় জল ও অস্থায়ী চিকিৎসার শিবিরে ব্যবস্থা রেখেছিলেন পাশাপাশি ফায়ার অফিসের আধিকারিকরাও তৈরি ছিলেন।  কার্নিভালকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছাস ও উদ্দীপনা তৈরি হয়েছিল তা চোখে পড়ার মতন।   

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন