Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বিধায়কের বিতর্কিত স্পিড বোর্ডের জন্য প্রাণে বাঁচলো প্রসূতি মা ও শিশু


 নুরসেলিম লস্কর,গোসাবা:  দক্ষিণ ২৪পরগনার গোসাবা বিধানসভার বিধায়ক সুব্রত মন্ডলের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় কেনা স্পিড বোর্ডের জন্য শনিবার গভীর রাত্রে প্রাণে বাঁচলো এক প্রসূতি মা। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কুমিরমারি এলাকার বাসিন্দা এক প্রসূতি মায়ের শনিবার গভীর রাত্রে প্রসব যন্তনা শুরু হলে কিছু ক্ষণের মধ্যে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় তাকে সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ওই মহিলাকে তড়িঘড়ি ক্যানিং মহাকুমা হসপিটালে স্থানান্তরিত করার পরামর্শ দেন ঐ স্বাস্থ কেন্দ্র চিকিৎসক। কিন্তূ ঐ রাতে যখন নববর্ষের ভুরি ভোজের পর সমগ্র সুন্দরবনের মানুষ গভীর নিদ্রায় তখন কোথায় পাবে বোর্ড? কিভাবে ঐ মহিলা কে ক্যানিং পৌঁছানো হবে? ঐ চিন্তায় যখন আকাশ ভেঙে পড়তে শুরু করেছে ঐ মহিলার পরিবারটির উপর তখন ছোট মোল্লা খালি স্বাস্থ কেন্দ্র থেকে গোসাবা ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতেই সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসন ও বিধায়ক সিভিল ডিফেন্স টিম ও আফদা মিত্র বাহিনী ঐ স্পিড বোর্ড নিয়ে পৌঁচ্ছে যায় ছোট মোল্লাখালি ঘাটে সেখান থেকে ঐ প্রসূতি মা কে নিয়ে গদখালি ঘাটে পৌঁছে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ক্যানিং মহাকুমা হাসপাতালের উদ্দেশ্যে পাড়ি দেয় তারা। কিন্তূ অ্যাম্বুলেন্স টি বাসন্তীর কাছাকাছি হতেই অ্যাম্বুলেন্সে প্রসব হয়ে যায় ঐ মহিলার। তড়িঘড়ি সেখান থেকে তাকে বাসন্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি ও তার মা দুজনই সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে খবর।

    


আর ঐ মহিলা ও শিশুটির সুস্থ থাকার জন্য ঐ মহিলার বাড়ির লোক সমস্ত কৃতিত্ব দিচ্ছে ঐ স্পিড বোর্ড ও গোসাবা ব্লক প্রশাসনকে কিন্তূ যে স্পিড বোর্ডের জন্য প্রাণে বাঁচলো আজ একটি মহিলা ও তার শিশু সেই বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় তৈরী এই বোর্ড নিয়ে কিন্তূ কম জল ঘোলা হয়নি।ঐ বোর্ড তৈরী করা কে কেন্দ্র করে বিধায়ক সুব্রত মন্ডল কে বিরোধী রাজনৈতিক সমস্ত দল সহ নিজের দলের অনেক নেতাদের থেকেও শুনতে হয়েছিল নানা বিদ্রুপ, গঞ্জনা কটাক্ষ। তবে সেদিন বিধায়ক সুব্রত মন্ডল জানিয়েছিলেন, এই বোর্ড গোসাবাবাসীর জন্য বানানো হয়েছে, তাদের বিপদ আপাদে ব্যবহার হবে। আর শনিবার রাত্রের ঘটনার পর বিধায়কের সেই কথার উপর যেন শীলমহোড় পড়লো। সে বিষয়ে কোন সন্দেহ আর রইলো না।

Post a Comment

0 Comments