অভিনব উদ্যোগ ক্যানিংয়ের ইউনিক ফ্যাশনের
নুরসেলিম লস্কর, ক্যানিং : কিছু দিন আগেই বাঙ্গালী মেতে ছিল নববর্ষের আনন্দে। তারপর আবার গেল খুশির ঈদ। আর এই দুই খুশির উৎসবে সমস্ত বাঙ্গালীদের ভিড় ছিল নতুন কাপড়-জামার দোকানে। কারণ আমাদের বাঙ্গালীদের মধ্যে প্রচলন হয়ে আছে যে, যে কোন আনন্দের অনুষ্ঠান পরিবারের সকলের নতুন জামা কাপড় কিনে দেওয়া বা নতুন জামা কাপড় পরা। কিন্তূ আমাদের সমাজের অনেকে আছে যারা এই উৎসব গুলিতে সকলের মতো জামা কাপড়ের দোকান গুলির সেই আনন্দের ভিড়ে অংশ নিতে পারে না। ইচ্ছে থাকলেও বাদ স্বাধে অর্থ।
আর এবার সেই সব পরিবারের ছেলে মেয়ে গুলির মুখে হাঁসি ফোঁটাতে অভিনব উদ্যোগ নিল ক্যানিংয়ের অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান ইউনিক ফ্যাশন। নববর্ষের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ক্যানিংয়ের বিভিন্ন এলাকার অসহায় পরিবার গুলির শিশুদের ডেকে ডেকে তাদের দোকান থেকে ঐ শিশুদের পছন্দ মতো জামা-প্যান্ট তাদের হাতে তুলে দিল ইউনিক ফ্যাশনের কর্ণধার সমাজসেবী ফারুক আহমেদ সরদার । আর ইউনিক ফ্যাশনের এই উদ্যোগে খুবই খুশি ঐ শিশুরা।
0 Comments
Welcome