বাসন্তীতে অস্ত্র কারখানার হদিশ! অস্ত্র সহ গ্রেফতার দুই

 বাসন্তীতে অস্ত্র কারখানার হদিশ! অস্ত্র সহ গ্রেফতার দুই

নুরসেলিম লস্কর, বাসন্তী: দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। আর তার ঠিক আগেই দক্ষিণ ২৪পরগনার বাসন্তী থানার অন্তগত রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের ছোট কলাহাজরাতে অস্ত্রকারখানার হদিশ পেল পুলিশ । বেশ কিছু দিন ধরে পুলিশের কাছে খবর আসছিলো যে, ২০১৯ সালে অস্ত্র সহ গ্রেফতার হওয়া মোতালেব পুরকাইত ওরফে হাসা আবারও বেআইনি ভাবে অস্ত্র তৈরী করার উদ্যোগ নিচ্ছেন। আর সেই খবরের সূত্র ধরে শুক্রবার রাত ৮টা ৪৫নাগাদ বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ ও বাসন্তী থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালাই ধৃত মোতালেব পুরকাইতের বাড়িতে। অভিযোগ, তার বাড়ি থেকে উদ্ধার হয় ৭টি বন্দুক-সহ আগ্নেয়স্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম। আর এই ঘটনায় গ্রেফতার করা হয় মোতালেব পুরকাইত ও তার আর এক সঙ্গী জয়নাল মোল্লা কে। আর এই ঘটনার পর রাজনৈতিক কারণে বার বার খবরের শিরোনামে আসা বাসন্তীতে এই অস্ত্র কারখানা ও অস্ত্র উদ্ধার কে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক তরজাও। 

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র  

যেমন, এই অস্ত্র উদ্ধারের ঘটনার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কে তীব্র আক্রমণ করে বিজেপি নেতা সঞ্জয় নায়েক বলেন, “বাসন্তীতে আজ অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। কারণ গত এগারো বছর ধরে তো পশ্চিম বঙ্গে শুধু এই একটায় শিল্প হয়েছে। যেখানে শুধু বোম, বন্দুক তৈরী হওয়া ছাড়া আর কিছু হয়না। আর বাসন্তী তো এই শিল্পের জন্য বিখ্যাত। সেই সঙ্গে আমরা বারে বারে দেখিছি এই বোমা, বারুদের যুদ্ধে বার বার প্রাণ যেতে। কিছু দিন আগেই তো তৃণমূল -তৃণমূলের মধ্যে লড়াইয়ে এক যুবকের প্রাণ গেল।আর সামনে পঞ্চায়েত ভোট আসছে সেখানে কে কাকে মারবে। মানে তৃণমূল, তৃণমূল কে মারবে না বিরোধীদের মারবে তার প্রস্তুতি চলছে এগুলো। তবে অনেক আগে থেকে পুলিশ প্রশাসন কে এইসব ব্যাপারে কঠোর ব্যাবস্থা গ্রহণের দরকার ছিল!কারণ প্রশাসন যদি কঠোর হতো তাহলে পশ্চিমবঙ্গ এই বোমা- বারুদ্ধের শিল্পে পরিণত হতো না”। আর এই ঘটনায় বিরোধীদের অভিযোগ কে অস্বীকার করে বাসন্তীর তৃণমূল-কংগ্রেসের বিধায়ক শ্যামল মন্ডল জানান, “আমি এই ঘটনায় পুলিশ প্রশাসন কে অনুরোধ করেছি যারা বা যে সব সমাজ বিরোধীরা বেআইনি ভাবে অস্ত্র তৈরী করছিলো বা অস্ত্র তৈরীর সরঞ্জাম মজুদ করেছিল তাদের কে গ্রেফতার করা হোক এবং সরোজমিনে তদন্ত করে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক “।

    

শ্যামল মণ্ডল – বিধায়ক, বাসন্তী বিধানসভা কেন্দ্র  

আর এই ঘটনায় বারুইপুর পুলিশ সুপারের দপ্তরে শনিবার সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার পুষ্পা জানান, “কেন ওখানে অস্ত্র তৈরী করা হচ্ছিলো? তা কথায় বিক্রি বা কি কাজে ব্যবহারের জন্য? এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য আমরা ওদেরকে পিসি কাস্টারিতে নিয়ে জেরা করবো “।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন