Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ঝড়খালীতে পালিত হল বিশ্ব বাঘ দিবস

 ঝড়খালিতে পালিত হল বিশ্ব বাঘ দিবস 



পলাশ তরফদার | ঝড়খালী : দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের উদ্যোগে শনিবার ঝড়খালীতে পালিত হল বিশ্ব বাঘ দিবস। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বনবিভাগের অধিকর্তা মিলন কান্তি মন্ডল, বন বিভাগের সহ অধিকর্তা অনুরাগ চৌধুরী, ঝড়খালী ফরেস্ট বিট অফিসার কৃষ্ণপদ মন্ডল, ঝড়খালী কোস্টাল থানার ভারপ্রাপ্ত ওসি প্রদীপ কুমার রায়, এছাড়া বিশিষ্ট সমাজসেবী দীলিপ মন্ডল, বিধান বাইন, প্রণব মন্ডল সহ এলাকার সাধারণ মানুষ। এদিন সুন্দরবনের সাধারণ মানুষ এবং জে.এফ.এম.সি. কর্মীদের নিয়ে আলোচনা হয়। বনবিভাগের অধিকর্তাদের বার্তা সুন্দরবনে বাঘ যেমন অন্য কিছুই বোঝায় না ঠিক, তেমনই বাঘকে বাঁচানোর তাগিদে জঙ্গলে লাগোয়া বাসিন্দাদের‌ কর্তব্য কি তা নিয়ে এদিন আলোচনা হয়। স্থানীয় বাসিন্দারা যাতে বনদফতরের সঙ্গে সহযোগিতা করেন তার আবেদন ও করা হয়।

Post a Comment

0 Comments