প্রশান্ত সরকার : বারুইপুর, ৯ অক্টোবর: কুলতলির ছোট্ট উমার নৃশংস হত্যার প্রতিবাদে বারুইপুরের এসডিও অফিসের সামনে গর্জে উঠল প্রতিবাদ। রাষ্ট্রপতি দ্বারা প্রশংসিত এবং সমাজ সচেতনার শিল্পী স্বপন দত্ত বাউল পূর্ব বর্ধমান থেকে এসে এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।
বুধবার, একতারার সুরে এবং কোলডুগির তালে স্বপন দত্ত বাউল বাউল গানের মাধ্যমে তার প্রতিবাদ জানান। তিনি বলেন, “বাংলায় নারীদের প্রতি সহিংসতা এবং দেবী নিধনের ঘটনা বেড়েই চলেছে। এই অবস্থা সমাজের জন্য ভয়ানক, এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
স্বপন বাউল তার বক্তব্যে আইন এবং প্রশাসনকে আরও কঠোর হতে বলার পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “খুন ও নির্যাতনের ঘটনার অপরাধীরা সবসময় কঠিন শাস্তি না পাওয়ার কারণেই রাজ্যে এমন ঘটনা বেড়ে চলেছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য এবং কেন্দ্র সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”নারীদের প্রতি সহিংসতা বাড়ছে: স্বপন দত্ত বাউলের মতে, রাজ্যের বিভিন্ন জেলায় নারীদের উপর নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, অ্যাসিড হামলা, বধুহত্যা, বাল্যবিবাহ, নারী পাচার ইত্যাদি ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। তিনি জানান, এসব ঘটনা থেকে রেহাই পেতে পুলিশ প্রশাসন, আইন আদালত, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে, জনগণকেও সচেতন হয়ে নারীদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে।
স্বপন দত্ত বাউল বাউল গানের মাধ্যমে এমন অভিনব প্রতিবাদ দেখিয়ে সমাজকে সজাগ করার চেষ্টা করেছেন। তার এই গানের প্রতিবাদ বারুইপুরের সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। তার মতে, এই ধরনের সচেতনতা গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন, যাতে আর কোনো ছোট্ট উমা বা নারীকে সহিংসতার শিকার না হতে হয়।
স্বপন দত্ত বাউলের এই উদ্যোগ সমাজের প্রতি তার দায়িত্ববোধের প্রতিফলন এবং তার বাউল গানের মাধ্যমে সমাজ সচেতনতার প্রচেষ্টা প্রশংসনীয়। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে তার এই উদ্যোগ আরও মানুষকে সচেতন করে তুলবে বলে আশাবাদী।