বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো রাঙাবেলিয়া উঃ মাঃ হাইস্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো রাঙাবেলিয়া উঃ মাঃ হাইস্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান


নিজস্ব সংবাদদাতা, গোসাবা :  ১৭ ই জানুয়ারি শুক্রবার এক বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো রাঙ‌াবেলিয়া উঃ মাঃ হাইস্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। রাঙাবেলিয়া হাইস্কুল (উঃ মাঃ) প্রাঙ্গণের স্বর্গীয় তুষার কাঞ্জিলাল স্মৃতি মঞ্চে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল, উপস্থিত ছিলেন দঃ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল, রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধা বৈদ্য মন্ডল, উপ প্রধান মোসলেম মোল্লা, রাঙাবেলিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রথীন তরফদার, ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামাপদ মান্না, প্রাক্তন শিক্ষক মনিন্দ্র নাথ মাইতি,  সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ অন্যান্যরা। মশাল দৌড় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত অতিথি বৃন্দ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহণ করার জন্য উপস্থিত স্কুলের ছাত্র ছাত্রীদের উৎসাহিত করেন।  এবং এই বিষয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন সভাপতি নীলিমা মন্ডল ও উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল। এদিনের অনুষ্ঠানে মঞ্চ থেকে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ কারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের হাতে পুরস্কার ও সংশাপত্র তুলে দেন উপস্থিত অতিথি গন। উল্লেখ্য গত কাল অর্থাৎ ১৬ ই জানুয়ারি থেকে এই ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন