বারুইপুরে খনিজ তেলের ‘ভান্ডার ’ ! খনন কার্য শুরু ONGCর

বারুইপুরে খনিজ তেলের ‘ভান্ডার ’ ! খনন কার্য শুরু ONGCর


নুরসেলিম লস্কর, বারুইপুর : শুরু টা হয়েছিল আজ থেকে বছর সাত -আটেক আগে উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে! সেখানে খনিজ তেলের সন্ধান পাওয়ার পর এরাজ্যের আরো বিভিন্ন জায়গার প্রায় ১০০ বর্গকিলোমিটার জমিতে খননের অনুমতি চেয়ে রাজ্য কে চিঠি দেওয়া হয়েছিল বলে সেদিন সংসদে এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন বর্তমান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী! সেদিন এরাজ্যের মানুষ খনিজ তেলের যে ভান্ডারের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তাতে এই কয়েক বছরে যখন মরিচা পড়তে শুরু হয়েছিল! ঠিক তখনই কেন্দ্রীয় সংস্থা ONGC  দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে খানিজ তেলের সন্ধানে খনন প্রক্রিয়া শুরু  করার তোড়জোড় দেখে আবারও রাজ্যবাসীর সেই খনিজ সম্পদের মরীচিকা পড়া স্বপ্নের নয়া অধ্যায় শুরু হতে চলেছে!
সাধারণত, কৃষি প্রধান ও ছোট ব্যাবসার জন্য জনপ্রিয় এই বারুইপুর। সেই ছোট এলাকা এবার ONGC র হাত ধরে দেশের খনিজ ভাণ্ডারের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে! স্থানীয় সূত্রে খবর, বছর তিন-চারেক আগে থেকেই নাকি এই বারুইপুরের বেগমপুর অঞ্চলের মাটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলেন ওএনজিসির বিজ্ঞানীরা। আর এবার সেই বিজ্ঞানীদের সবুজ সংকেতের পরেই কেন্দ্রীয় সংস্থাটি  খনিজ তেলের ভাণ্ডারের হদিশ পেতে বিরাট প্রস্তুতি শুরু করেছে। বিজ্ঞানীদের অনুমান বারুইপুরের এই মাটির গভীরে লুকিয়ে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের ভান্ডার।সূত্রের খবর, বেগমপুর গ্রাম-পঞ্চায়েত এলাকার ২০০ কলোনির পাশের একটি ফাঁকা মাঠে এতিমধ্যেই খোঁড়াখুঁড়ির প্রক্রিয়া শুরু করেছে ONGC। কাজ দ্রুতগতিতে চললেও এই মুহূর্তে সংস্থার কর্মীরা মূলত ব্যাস্ত ঐ জায়গায় খনন কার্যের অবকাঠামোগত উন্নয়নের কাজে। সূত্রের আরও খবর যে, খনিজ কাজ পরিচালনা করবার জন্য কংক্রিটের রাস্তা কর্মীদের জন্য থাকার ঘর ও একটি কনফারেন্স রুম এতিমধ্যেই তৈরীও হয়ে গিয়েছে। সেই সঙ্গে এই প্রকল্পে জমি দাতা দের প্রত্যেক কে ২ লক্ষ টাকা করেও ক্ষতপূরণ দেওয়ার কাজও নাকি সেরে ফেলেছে সরকার!এবিষয়ে ONGC র সূত্র মারফত জানাগিয়েছে, রিক নামের এক অত্যাধুনিক মেশিন দিয়ে এই খনন কাজ করা হবে!এই মেশিনটির জন্যই তৈরি করা হয়েছে ঐ কংক্রিটের রাস্তাটি। এখন শুধুমাত্র এই মেশিন টি এসে পৌঁচ্ছালেই বারুইপুরে শুরু করা খনিজ ভাণ্ডারের সন্ধানে খননকার্য!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন