ভবিষ্যতের স্বপ্ন বুনছে ‘তরুণতীর্থ’ ! বাসন্তীতে তিনদিনব্যাপী শারীরিক, মানসিক ও সংগঠনিক শিক্ষা শিবির।

ভবিষ্যতের স্বপ্ন বুনছে ‘তরুণতীর্থ’ ! বাসন্তীতে তিনদিনব্যাপী শারীরিক, মানসিক ও সংগঠনিক শিক্ষা শিবির।
নুরসেলিম লস্কর, বাসন্তী: প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া ব্লক বাসন্তীর শিবগঞ্জে আগামী ভবিষ্যতের স্বপ্ন বুনছে একঝাঁক শিশু ও কিশোর! ২০ থেকে ২২ জুন এই তিন দিন ধরে চম্পা মহিলা সোসাইটি প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে শিশু ও কিশোর প্রতিষ্ঠান ‘তরুণতীর্থ’-এর শারীরিক, মানসিক ও সাংগঠনিক বিকাশমূলক শিক্ষা শিবির। তরুণতীর্থের এই শিক্ষা শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের আসরগুলি থেকে ছোট-বড়ো মিলিয়ে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ, অংশগ্রহণমূলক আলোচনা ও কর্মশালা। শিশুদের বড় হয়ে ওঠার পথে যেসব প্রতিকূলতা আজ বাস্তবতা, সেগুলি কীভাবে অতিক্রম করে তারা একজন সচেতন, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে—সে বিষয়ে নানা দিক থেকে দিশা দেখানো হচ্ছে এই শিবিরে! মূল্যবোধ, নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ, সংস্কৃতিচর্চা—এই শিবিরে প্রতিটি দিকেই সমান ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলাধুলা, গান, নাটক ও সৃজনশীল চর্চার মধ্য দিয়ে শিশুদের মনের বিকাশ ঘটানোর পাশাপাশি সামাজিকভাবে সংবেদনশীল করে তুলতে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগও।
      আর তরুণতীর্থ-এর এই মানবিক উদ্যোগ সম্পর্কে এই শিশু ও কিশোর সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “শিশুরাই দেশের সবচেয়ে বড় সম্পদ। অথচ এই শিশুরাই আজ নানা কারণে বিপথে বা দিশাহীন। অভিভাবকরাও আজ সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায়। এই অবস্থায় আমাদের ধারাবাহিক প্রচেষ্টা যদি কিছু শিশুকেও স্বপ্ন দেখাতে পারে, নিজের জীবনকে গঠনমূলক পথে চালিত করতে অনুপ্রাণিত করতে পারে, তাহলেই এই উদ্যোগ সার্থক।” আর তরুণতীর্থ -এর আয়োজিত এই ধরনের ক্যাম্প শিশু-কিশোরদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং মূল্যবোধ জাগিয়ে তোলে, যা ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল ভিত্তি তৈরি করে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল । তরুণতীর্থ-এর এই প্রয়াস নিঃসন্দেহে সুন্দরবনসহ গোটা রাজ্যের শিশুদের একটি নতুন পথ দেখাচ্ছে—একটা আশাব্যঞ্জক ভবিষ্যতের দিকে!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন