ঝড়খালি পর্যটন কেন্দ্রের বেহাল রাস্তার হাল ফেরাতে ৯কোটি ৫০ লক্ষ্য টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার

ঝড়খালি পর্যটন কেন্দ্রের বেহাল রাস্তার হাল ফেরাতে ৯কোটি ৫০ লক্ষ্য টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার!


নুরসেলিম লস্কর, বাসন্তী : দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি পর্যটন কেন্দ্রের বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্যোগ নিল রাজ্য সরকার! বিশ্বের ঐতিহ্যমন্ডিত স্থানগুলির মধ্যে অন্যতম হলো সুন্দরবন। আর এই সুন্দরবনের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হল ঝড়খালি। যেখানে রয়েছে টাইগার রেসকিউ সেন্টার (Tiger Rescue & Rehabilitation Center) থেকে শুরু করে দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের মনোরঞ্জন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ইকো ট্যুরিজম পার্ক। ভ্রমণ পিপাসু মানুষ সুন্দরবন ভ্রমণে আসলে একটি বারের জন্য হলেও  ঢু মেরে যান এই পর্যটন কেন্দ্রে! যার ফলে সারাবছরই পর্যটকদের ভীড় লেগে থাকে এই ঝড়খালি তে। কিন্তূ গত দু-তিন বছরে যেন একটু হলেও ঝড়খালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড়ে ভাটা পড়েছে! আর এই পর্যটক কমার একমাত্র কারণ হিসেবে উঠে এসেছিল ঝড়খালি হাই-স্কুল মোড় থেকে ঝড়খালি ফেরিঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশার কথা। বড় বড় গর্তে ভরা রাস্তায় যান চলাচলের সময় প্রতিনিয়ত ঘটে ছোট বড়ো দুর্ঘটনা! আর বর্ষাকালে তো জল জমে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠে। এই পথেই প্রতিদিন অসংখ্য টোটো, অটো ও পর্যটকদের চার চাকার গাড়ি চলাচল করে। ফলে স্থানীয় মানুষ ও পর্যটক উভয়েরই দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 
আর দীর্ঘ দু-তিন বছর ধরে রাস্তার এই করুণ অবস্থার অবসান ঘটাতে অবশেষে এবার উদ্যোগ নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের তরফে ঝড়খালির এই রাস্তাটি মেরামতের জন্য ৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে ইতিমধ্যেই একটি সংস্থাকে টেন্ডারের মাধ্যমে এই কাজের দায়িত্বও দেওয়া হয়ে গিয়েছে।বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন, “এই রাস্তাটি মেরামতের কাজ খুব দ্রুত শুরু হবে। টেন্ডার দেওয়া হয়ে গিয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর সরকার মানুষের দুর্ভোগ লাঘবে সব সময় বদ্ধপরিকর।” আর স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘ দিনের এই দাবি পূরণের খবরে স্বাভাবিক ভাবে খুশি হয়ে জানিয়েছেন, ' এই কাজ শুরু হলে শুধু স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের যাত্রা সহজ হবে না বরং সেই সঙ্গে আবার ঝড়খালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড়ে নব জোয়ার আসবে! আবার ছন্দে ফিরবে ঝড়খালি পর্যটন কেন্দ্র! যার ফলে প্রত্যন্ত সুন্দরবনের গ্রামীণ অর্থনীতিও ব্যাপক ভাবে উপকৃত হবে'।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন