ক্যানিংয়ে কাঠের সেতুর ভগ্নদশা, বিক্ষোভ এলাকাবাসীর

ক্যানিংয়ে কাঠের সেতুর ভগ্নদশা, বিক্ষোভ এলাকাবাসীর



কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং 

 দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে কাঠের সেতুর ভগ্নদশা। জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। যেকোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। মাঝেমধ্যেই সেতু থেকে পড়ে গিয়ে দুর্ঘটনায় আহত হচ্ছে এলাকার মানুষ। কাঠের সেতু মেরামতির  এবং নতুন সেতু দাবিতে আজ এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে থাকে। 
ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার দক্ষিণ অঙ্গদবেরিয়া এলাকায়।
এলাকা মানুষের যাতায়াতের অসুবিধা থাকায় বারে বারে পঞ্চায়েত প্রশাসনকে জানিয়ে কোন সমাধান হয়নি। দীর্ঘ প্রায় এক বছর জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ যাতায়াত করছে। নজর নেই প্রশাসনের। এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। আজ রবিবার সকালে নতুন সেতু তৈরি অথবা মেরামতির দাবি নিয়ে এলাকার মানুষ বেহাল কাঠের সেতুর সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে ক্যানিং থানা পুলিশ। এলাকায় উত্তেজনা।
বিধায়ক পরেশ রাম দাস জানান দ্রুত সমস্যা সমাধান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন