সুন্দরবন কে সুবজ অয়ন করতে ঝড়খালি বৃক্ষ রোপন কর্মসূচি ।

সুন্দরবন কে সুবজ অয়ন  করতে ঝড়খালি বৃক্ষ রোপন কর্মসূচি
পলাশ তরফদার,ঝড়খালি : নোনা মাটি আর জলে জঙ্গলে ঘেরা বৃহত্তম ব দ্বীপ সুন্দরবন।জীব বৈচিত্র্যর এক অনবদ্য ভূমিকা পালন করে আসছে সুন্দরবন। অরণ্যের প্রত্যন্ত ব্লক বাসন্তীর ঝড়খালি। এই অঞ্চলের বাসিন্দাদের একাধিকবার প্রাকৃতিক দুর্যোগে আয়লা, আম্পাফান ,ইয়াস, বুলবুল, রেমাল, ঘূর্ণিঝড়ের শিকার হতে হয়েছে সুন্দরবন কে। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে সুন্দরবন বিভিন্ন দ্বীপ গুলোকে একাধিকবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এমনটাই হাওয়ায় কারণ অরণ্য কমে যাওয়া। দিনের পর দিন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সাধারণ মানুষ বিপদের সম্মুখীন হয়ে এগিয়ে চলেছে। এই পরিস্থিতি থেকে একটাই বাঁচার উপায় যত বেশি সম্ভব গাছ লাগানো। গ্রামের মায়েদের কে সাথে নিয়ে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছেন সেচ্ছাসেবী সংগঠন সুমনা এন্ড ফ্রেন্ড । ইতি মধ্যে বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলে কয়েক শো বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন। ঝড়খালি ৩ নং বিদ্যাসাগর পল্লী বিদ্যাধরী নদী বাঁধ সংলগ্ন এলাকায়। দীর্ঘ দিন ধরে এই কাজটি করে আসছেন সুমনা এন্ড ফ্রেন্ড সংগঠন। গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মা এবং ব্যাঘ্র বিধবা মায়েদের নিয়ে নিঃশ্বার্থ প্রচেষ্টায় এই কাজ।
         সুমনা এন্ড ফ্রেন্ড সদস্য রূপম দাস বলেন, পৃথিবীর অন্যতম জীব বৈচিত্র্য আঁধার বা আঁতুড়ঘর হলো সুন্দর বন। সুন্দর বন আমাদের বাঁচায় আমাদের প্রত্যেকের দায়িত্ব সুন্দর বনকে বাঁচানোর।সংগঠনের চেয়ারম্যান সুমনা সেনগুপ্ত জানান সুন্দর বন কে সুবজ অয়ন এবং আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষা রাখার জন্য এই কর্মসূচি ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন