ক্যানিং গোলকুঠিপাড়া সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা

ক্যানিং গোলকুঠিপাড়া সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা


নিজস্ব প্রতিনিধি|ক্যানিং| রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ ব্লকের মাতলা অঞ্চলের গোলকুঠিপাড়া গ্রামে শৈলেন্দ্র স্মৃতি ব্যায়ামাগার আয়োজনে ৬১ তম বর্ষে সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা সারা রাজ্যে ১০৯ জন বডি বিল্ডার অংশগ্রহণ করেন।এদিন রাজ্যের ৩০ জন বিচারক অংশগ্রহণ করেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী,ক্যানিং ১ পঞ্চায়েতসমিতির সভাপতি পরেশরাম দাস, মাতলা ১ ও ২ গ্রাম পঞ্চায়েত প্রধান তপন সাহা,উত্তম দাস,বৈশিষ্ট্য সমাজ সেবক বিকাশ মজুমদার,ডাঃ অরুন দুলাল পাল প্রমুখ।প্রতিযোগিতায় ক্যানিং শান্তি ব্যায়াম সমিতির বডি বিল্ডাররা দেহ সৌষ্ঠব দেখিয়ে মন জয় করে নেয় সাধারণ মানুষের।মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতন।জেলা পরিষদের সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী বলেন সারা বাংলার দেহ সৌষ্ঠবরা অংশগ্রহণ করেছে।সুন্দরবনের নতুন নতুন বডি বিল্ডাররা খুবই উৎসাহ পাবে এমন ধরনের অনুষ্ঠানের জন্য।আগামী দিনে এখানকার বডি বিল্ডাররা ভারতশ্রী,বিশ্বশ্রী হয়ে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করবে।


আমাদের টিভি চ্যানেল দেখতে ক্লিক করুন - টিভি দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন