ক্যানিং এ ডগ প্রতিযোগিতায় মাতল কচিকাচারা

ক্যানিং এ ডগ প্রতিযোগিতায় মাতল কচিকাচারা



নিজস্ব প্রতিনিধি|ক্যানিং| সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মিঠাখালি গ্রামে যথাযথ ভাবে পালিত হয় জেলা প্রানী পর্ষদের উদ্যোগে প্রানী কল্যান পক্ষ উদযাপন।আর ডগ শো এ মাতলো কচিকাচা থেকে শুরু করে পশু প্রমিকরা ও সাধারন মানুষজন। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রজাতির ৫৫ টি ডগ অংশগ্রহণ করেন।এদিনের ডগ প্রতিযোগিতা ডগ দের পুরস্কৃত করা হয়।পাশাপাশি প্রানী কল্যাণ বিষয়ে সচেতন ও বিস্তারিত ভাবে    আলোকপাত করা হয়।


ডগ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীকূল,পক্ষিকূলের উপর অত্যাচার নয় সেই বিষয়ে ও সচেতন করে তোলা হয়।এই দিন ডগের উপর ডগ বিভিন্ন খেলা দেখায়।বিশেষ করে কি ভাবে খুনিদের কে ডগ ধরে,বাড়িতে চোর ঢুকলে ডগ কিভাবে চোর ধরে প্রমূখ বিষয়ে প্রদর্শন করে ডগ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী, পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশরাম দাস, মাতলা-২ প্রধান উত্তম দাস,জেলা প্রানী সম্পদ দফতরের আধিকারিক প্রমুখ।মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন