আধারে এবার মুখের ছাপ

আধারে এবার মুখের ছাপ






আধার সুরক্ষা নিয়ে এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে ইউআইডিএআই। সোমবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আধারের সুরক্ষা নিশ্চিত করতে এবার নেওয়া হবে মুখের ছাপ। কারণ হিসেবে বলা হয়েছে, হাতের ছাপ সকলের পাওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে বৃদ্ধ–বৃদ্ধাদের আঙুর ছাপ নিতে সমস্যা হচ্ছে, সেকারণেই এবার মুখের ছাপ নেওয়া হবে। তাহলে আর কোনও নকল বা জাল করা যাবে না। সহজে আধার নম্বর হ্যাক করাও সম্ভব হবে না। ১ জুলাই থেকেই এই নতুন কাজ শুরু হবে বলে জানিয়েছে আধার কর্তৃপক্ষ।

বিস্তারিত পড়ুন - click here.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন