ক্যানিংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা ! মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের।

ক্যানিংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা ! মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের।


নুরসেলিম লস্কর, ক্যানিং : শনিবার গভীর রাত্রে ভয়াবহ এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্যানিং থানার এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে ক্যানিং-বারুইপুর রোডের ধলিরবাটী এলাকায়। মৃত ঐ সিভিক ভলেন্টিয়ারের নাম তাজউদ্দিন লস্কর (৩৭)। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ক্যানিংয়ের আমড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার তাজউদ্দিন রাতে ডিউটি শেষে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন । সেই সময় ধলিরবাটী এলাকায় পৌঁছনোর সময় হঠাৎই কয়েকটি দ্রুতগামী বাইক তাঁর বাইকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। সংঘর্ষের তীব্রতায় রাস্তার উপর ছিটকে পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় দীর্ঘ সময় রাস্তার উপর পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন ঐ সিভিক ভলেন্টিয়ার। পরে স্থানীয় বাসিন্দারা দেখতে পেলে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।


আর এই দুর্ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহটি উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। অন্যদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্যানিং থানার পুলিশ প্রশাসন এবং তাঁর সহকর্মী সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তাজউদ্দিনের এক সহকর্মীদের কথায়, কর্তব্যপরায়ণ ও পরিশ্রমী কর্মী হিসেবে এলাকায় জনপ্রিয় ছিলেন তাজউদ্দিন লস্কর। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ক্যানিং এলাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন