নুরসেলিম লস্কর, বারুইপুর : সোমবার ভোরের নীরবতা ভেঙে রক্তাক্ত দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় ক্যানিং-বারুইপুর রোড। এদিন সাত সকালে বেলেগাছি পোল সংলগ্ন তালদি রাজাপুর এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারাল এক দম্পতি। মৃতরা হলেন বারুইপুরের বেলেগাছি পঞ্চায়েতের দক্ষিণ ঘোলার বাসিন্দা কৌশিক মিস্ত্রী (২৬) ও তাঁর স্ত্রী রেশমী সাউ (২৫)। দিনটি শুরু হতেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বাইক নিয়ে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেন কৌশিক মিস্ত্রী। পিছনে বসেছিলেন তাঁর স্ত্রী রেশমী। বেলেগাছি পোল সংলগ্ন তালদি রাজাপুর এলাকায় পৌঁছতেই আচমকা ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, জোরালো শব্দের পর রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় ওই দম্পতিকে। দ্রুত খবর যায় বারুইপুর থানায়। তড়িঘড়ি বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম দম্পতিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি—চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করলে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
![]() |
| বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 7479159697 |
তবে কি কারণে এই দুর্ঘটনা? তার সঠিক কারণ জানতে এতিমধ্যে তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ। সেই সাথে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ক্যানিং-বারুইপুর রোডের এই এলাকায় প্রায়ই দ্রুতগতির গাড়ি চলাচল করে। ফলে দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থেকেই যায়। অন্যদিকে, এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ ঘোলার মিস্ত্রী পরিবারে। তরুণ দম্পতির এমন অকাল মৃত্যুতে মুহ্যমান প্রতিবেশীরাও। তাঁদের এক আত্মীয় জানান, “দু’জনেই খুব শান্ত স্বভাবের ছিল। সকালে বেরিয়ে আর ফিরল না—এ কথা ভাবতেও পারছি না।” তবে ঘটনার তদন্ত চললেও সকালের এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে সড়ক নিরাপত্তা ও দ্রুতগতির যান নিয়ন্ত্রণ নিয়ে।


