সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে সাধারণ প্রজাতন্ত্র দিবসের উদযাপনে মাতল কচিকাচারা -
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং| শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা ঝড়খালির হাইস্কুল থেকে রাজারমোড় পর্যন্ত ৪ কিমি পথ ৬৯ তম সাধারণ প্রজাতন্ত্র দিবস উদযাপনে ২১০ ফুট লম্বা ও সাড়ে চার ফুট চওড়া ভারতের জাতীয় পতাকা নিয়ে মাতলেন কচিকাঁচারা, ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও সাধারন মানুষজন।
যার উদ্যোক্তা হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দির স্কুল ও ওর্য়াল্ড ভিশন ইন্ডিয়া স্বেচ্ছাসেবী সংগঠন।এদিকে ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স এ ভারতের ৬৯ তম সাধারণ প্রজাতন্ত্র দিবস উদযাপন পালিত হল যথাযথ ভাবে।
যার উদ্যোক্তা হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দির স্কুল ও ওর্য়াল্ড ভিশন ইন্ডিয়া স্বেচ্ছাসেবী সংগঠন।এদিকে ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স এ ভারতের ৬৯ তম সাধারণ প্রজাতন্ত্র দিবস উদযাপন পালিত হল যথাযথ ভাবে।
ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ক্যানিং মহকুমা শাসক অদিতি চাউধারী এবং সম্মিলিত আনুষ্ঠানিক কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন মহকুমা শাসক।এদিনের প্রজাতন্ত্র দিবসউদযাপনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও বিভিন্ন ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং কচিকাঁচারা।অংশগ্রহণকারীদের পুরস্কৃত ও সম্বর্ধনা দেওয়া হয়।ক্যানিং-২ ব্লকে স্বাস্থ্য পরিষেবা ভালকাজ করার জন্য বি এম ও এইচ ডাঃ হরিপদ মাঝি কে পুরস্কৃত করা হয়।পুরস্কার তুলে দেন ক্যানিং মহকুমা শাসক অদিতি চাউধারী।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং এস ডি পি ও দেবীদয়াল কুন্ডু,ক্যানিং -১ বিডিও নীলাদ্রি শেখর দে প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যানিং মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগ।এদিন কচিকাঁচারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন বাসন্তী,গোসাবা,ক্যানিং-১ ও ২ ব্লক গুলিতে পালিত হল যথাযথ ভাবে সাধারণ প্রজাতন্ত্র দিবস উদযাপন।