ক্যানিং এ কর্মরতা মহিলাদের শ্রম আইন ও বিবিধ বিষয়ে সচেতন শিবির।

ক্যানিং এ কর্মরতা মহিলাদের শ্রম আইন ও বিবিধ বিষয়ে সচেতন শিবির।


নিজস্ব প্রতিনিধি।মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা অঞ্চলের সঞ্জয়পল্লী গ্রামের এস ই ডি পি ভবনে রাজ্য শ্রম দফতরের উদ্যোগে এবং শ্রম কমিশনারেট, অঞ্চলিক শ্রম কার্য্যলয় পরিচালনায় কর্মরতা মহিলাদের শ্রম আইন ও বিবিধ বিষয় সম্বন্ধে দুই দিন ব্যাপী এক সচেতন শিবিরের আয়োজন হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য লেবার কমিশনার জাভেদ আখতার,সহ লেবার কমিশনার আমানুল হক, জেলার ডেপুটি লেবার কমিশনার অমল মজুমদার, অ্যাসিসন্টেড লেবার কমিশনার ক্যানিং শেখর কুমার রায়,স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল,বিশিষ্ট্য সমাজ সেবক সৌরভ ভুঁইয়া, অশোক পাত্র প্রমূখ।শিবিরে রাজ্য লেভার কমিশনার জাভেদ আখতার বলেন মহিলারা অনেক সচেতন হয়েছে।


মহিলাদের পড়াশুনার হার বৃদ্ধি পেয়েছে এবং কাজ কর্ম জায়গায় ও চাকুরি ক্ষেত্রে আসতে শুরু করেছে।এটা ভাল লক্ষণ।আর এই লক্ষণটা আরও বাড়াতে চাই।কাজ কর্ম বিষয়ে সচেতন করা হচ্ছে মহিলাদের।যদি কোন মহিলা কাজের জন্য বাইরে বের হয় তার কি কি সত্ত্বা আছে সে বিষয়ে সচেতন করা হচ্ছে।এমনকি যে সমস্ত মহিলারা পাচার হয়ে যাচ্ছে সে বিষয়ে সচেতন হয়ে উঠবে এবং কিভাবে চলা ফেরা করবে সে বিষয়ে জানতে পারবে।তিনি আরও বলেন শিবির দুইদিন ধরে চলবে।মহিলাদের ক্ষমতায়ন উপর শিবির চলছে।শিবিরে তুলে ধরা হচ্ছে মহিলাদের আইনে কি কি সুরক্ষা আছে এবং কি কি সযোগ সুবিধা আছে।বিশেষ করে বাড়িতে মহিলাদের উপর  যে নির্যাতন করা হয়,কাজের ক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা,মহিলাদের সমান কাজ সমান বেতন প্রমূখ বিষয়ে আলোচনা হচ্ছে শিবিরে।এছাড়া রাজ্য সরকারের যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প এনেছে সেই প্রকল্পে কি কি সুযোগ সুবিধা আছে সে বিষয়ে তুলে ধরা হচ্ছে।এদিন মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন