ঝড়খালীতে বিশ্ব নারী দিবস পালন।

ঝড়খালীতে বিশ্ব নারী দিবস পালন।


নিজস্ব সংবাদদাতা |ঝড়খালী|৮ মার্চ - নারী শক্তির সন্মান আজ বিশ্বজুড়ে, প্রতিটি কাজে ছেলেদের সাথে মেয়েরা ও  সমান তালে এগিয়ে চলেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ছেলেদের পিছনে ফেলে মেয়েরা এগিয়ে এসেছে সমাজের কাজে, দেশের কাজে। 


ঝড়খালীতে বিশ্ব নারী দিবসের আয়োজন করেন সেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া।  এদিন ঝড়খালীর ১০০ টি স্বনির্ভর দলের মহিলারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত বাসন্তী থানার ইন্সপেক্টর সুবিন্দু সরকার, জাস্টিস কেয়ারের দেবাষিশ সামন্ত,ছিলেন ওয়ার্ল্ড ভিশনের পক্ষে সন্দীপ ভৌমিক। এদিন ঝড়খালী ১ নং গ্রাম থেকে র‍্যালি শুরু হয়। এই র‍্যালি ঝড়খালী গ্রাম পঞ্চায়েত হয়ে বাজার এলাকা পরিক্রমা করে। নারীকে সন্মান জানাতে ও নারীর অধিকার আদায়ের লক্ষ্যে এই র‍্যালি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন